নিউজ ডেস্ক: ২০১৯-এর ভুলের উর্ধ্বে উঠে কাঁটায় কাঁটায় ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করল বিক্রম। আর সফল হলো ৪ বছরের চাঁদ ছোঁয়ার অসম্পূর্ণ বাসনা। চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত। আর গড়ল বিরল ইতিহাস। বিশ্বের প্রথম দেশ হিসেবে দুর্গম এই দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হলো ভারত। ISRO -র এই সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। অবতরণের শেষ ২০ মিনিট ধরে রুদ্ধশ্বাস টিম ওয়ার্ক করতে দেখা গিয়েছে ISRO-র বিজ্ঞানীদের।
বিক্রম ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ঠিক ৬ টা ৪ মিনিটেই অফিসিয়াল পেজে এই সুখবর জানাল ISRO। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের এই অসামান্য সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, BRICS সম্মেলনের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে থাকলেও ISRO-র লাইভ সম্প্রচারে যোগ দিয়েছিলেন মোদী। অবতরণের শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকেও দেখা গিয়েছিল কিছুটা উদ্বিগ্ন। তবে বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার সাথে সাথেই করতালিতে ফেটে পড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বিজ্ঞানীদের সম্ভাষণ জানিয়ে মোদী বলেন, ‘আমাদের এই সাফল্য শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের মঙ্গলের জন্য আমাদের এই প্রয়াস নিবেদিত। এই সাফল্য বিশ্বের অন্যান্য দেশকেও চন্দ্রাভিযানে উৎসাহিত করবে।’ পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন ISRO চেয়ারম্যান এস সোমনাথও। তিনি বলেন, ‘আমি দেশের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ISRO -র এই সাফল্যের জন্য প্রার্থনা করেছেন। এই সাফল্য শুধুমাত্র আমাদের নয়, বরং একটি প্রজন্মের সাফল্য, এক কঠোর পরিশ্রমের সাফল্য।’
আপাতত দায়িত্ব শেষ ল্যান্ডার বিক্রমের। এবার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসে কাজ শুরু করার কথা রোভার প্রজ্ঞানের। চাঁদের পিঠে ৫০০ মিটার হেঁটে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করবে প্রজ্ঞান। এখন দেখার, কত সুষ্ঠুভাবে তথ্য পাঠাতে সক্ষম হয় রোভার। তবে দীর্ঘ ১ মাস ধরে বুক চাপা চাঞ্চল্যের পর আজ গোটা দেশ গ্রহণ করল তৃপ্তির নিঃশ্বাস।