নিউজ ডেস্ক: এই বছরই শেষের দিকে বাজারে আসতে চলেছে অ্যাপল আইফোনের লতুন মডেল। প্রতি বছর নতুন মজেলের পাশাপাশি সুরক্ষার খাতিরে নতুন অপারেটিং সিস্টেমও আপডেটের জন্য আনেন এই সংস্থা। নতুন এই অপারেটিং সিস্টেম আপডেটটি হল আইওএস ১৭। কিন্তু পুরোনো মডেলের ফোনে এই সফ্টওয়্যার পাওয়া যাবে না। এক নজরে দেখে নিন কোন কোন মজেলে মিলবে না এই সুবিধা।
অ্যাপল আইফোনের কোন কোন মডেলে নতুন সফ্টওয়্যার আইওএস ১৭-এর নতুন আপডেট পাওয়া যাবে না, রইল সেই তালিকা:
১) আইফোন এক্সএস
২) আইফোন এক্সএস ম্যাক্স
৩) আইফোন এক্স আর
৪) আইফোন ১১
৫) আইফোন ১১ প্রো
৬) আইফোন ১১ প্রো ম্যাক্স
৭) আইফোন ১২
৮) আইফোন ১২ মিনি
৯) আইফোন ১২ প্রো
১০) আইফোন ১২ প্রো ম্যাক্স
১১) আইফোন ১৩
১২) আইফোন ১৩ মিনি
১৩) আইফোন ১৩ প্রো
১৪) আইফোন ১৩ প্রো ম্যাক্স
১৫) আইফোন এসই
১৬) আইফোন ১৪
১৭) আইফোন ১৪ প্রো