নিউজ ডেস্ক: চাঁদের
মাটি ছোঁয়ার সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। তখনও সাফল্যের হাততালি থামেনি। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার মাটি থেকে
প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেন এর পর সৌরমণ্ডলের দিকে নজর রয়েছে ইসরোর।
আগামী দিনে শুক্র অভিযান নামবে ইসরো।
আগামী দিনে মহাকাশে মানুষ পাঠাবে ভারত।
রাকেশ শর্মার পর আবার কোন ভারতীয় মাধ্যাকর্ষণহীন জগতে যাবেন। তবে এবার অন্য কোনও দেশের সাহায্যে নয়। একার দমে। গগনযান নামে
একটি অভিযানের ঘোষণা আগেই করেছে ইসরো। চাঁদের
পর এবার সূর্য ছোঁয়ার পথে ভারত।
এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণের
সময় বলেন, “চাঁদ মামা এত দিন দূরের ছিল। এবার ট্যুরের হবে”। অর্থাৎ অদূর ভবিষ্যতে হয়ত ভারতীয়দের জন্য ঘোরার জায়গায় পরিণত হবে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে কোনও দেশ এর আগে পৌঁছতে পারেনি। বুধবার ভারত সেই দুর্লভ ইতিহাসের সাক্ষী রইল। এই সাফল্য শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের মঙ্গলের
জন্য এই প্রয়াস নিবেদিত। এই সাফল্য বিশ্বের অন্যান্য দেশকেও
চন্দ্রাভিযানে উৎসাহিত করবে দাবি মোদীর।
বুধবার চন্দ্রপৃষ্ঠ ছুঁয়েছে এশিয়ার
অন্যতম শক্তিধর রাষ্ট্র ভারত। আগামীদিনে চাঁদেরও বাইরে সৌরমণ্ডলে
যাবে এই দেশের রকেট। এবার সূর্যে পাড়ি দিতে শুরু হবে আদিত্য মিশন। প্রথম বারেই মঙ্গল মিশনে সফল হয় ভারত। মঙ্গলের পর এবার
শুক্র গ্রহ ভারতের আগামী লক্ষ্য তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন
প্রধানমন্ত্রী।