নিউজ ডেস্ক: নয়া ইতিহাস গড়ল ভারত। নানা জল্পনা, দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার(ISRO) তৈরি ‘চন্দ্রযান-৩’। সেই সঙ্গে, বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারত। দেশের বিজ্ঞানীদের এই সফলতায় উচ্ছ্বসিত আপামর ভারতবাসী।
উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্যে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন তিনি। কিন্তু বিদেশে থাকলেও দেশের এই সাফল্যে অংশগ্রহণে কোনও ফাঁক রাখতে নারাজ মোদী। তাই ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে ভার্চুয়ালি অবতরণের সফলতা ভাগ করে নিলেন তিনি। চাঁদের মাটিতে বিক্রম পা রাখার পরই জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘ঐতিহাসিক এই মুহূর্ত দেশের উন্নয়নে নতুন পথ দেখাবে’।
তিনি বলেন, “টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তাঁরা এই মুহূর্তটির জন্যে বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা।” এরপরই তিনি বলেন, “এতদিন বাচ্চারা বলত চাঁদ মামা অনেক দূরে থাকে। তবে এবার বলবে চাঁদ মামা ট্যুরের হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “চাঁদের এই অঞ্চলে কোনও দেশ পৌঁছতে পারে নি। আজ ভারত সেই দুর্লভ ইতিহাসের সাক্ষী রইল। তবে এই সাফল্য শুধু ভারতের নয়, গোটা বিশ্বের মঙ্গলের জন্য আমাদের এই প্রয়াস নিবেদিত। আমাদের এই সাফল্য বিশ্বের অন্যান্য দেশকেও চন্দ্রাভিযানে উৎসাহিত করবে।” পাশাপাশি, আগামীদিনে চাঁদের বাইরে যাবে ভারত বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন মোদী। তাঁর কথায়, “এবার সূর্যে পাড়ি দিতে চলেছে আদিত্য মিশন। শুক্র গ্রহের উদ্দেশে পাড়ি দেবে ভারত।”
প্রসঙ্গত, চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে পৌঁছতে পারেনি পৃথিবীর কোনও দেশ। কিন্তু পৌঁছল ভারত। সেই সঙ্গে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ স্থানে পৌঁছলে ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ‘চন্দ্রযান-৩’এর সময় লেগেছে ১৯ মিনিট। তৈরি হয়েছে ইতিহাস।