নিউজ ডেস্ক: চাঁদের মাটিতে ইতিহাস গড়ল ভারত। চাঁদের কুমেরু বিজয়ের স্বপ্ন সফল ইসরোর বিজ্ঞানীদের।
ইতিমধ্যেই চাঁদের বুকে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান। চাঁদ থেকে একাধিক ক্লিকও পাঠিয়েছে সে। একদিকে যখন চাঁদের দক্ষিণ
মেরু জয় করে ইতিহাস লিখেছে ভারত, সেই সময় বুধবারই নতুন মিশনের কথা ঘোষণা করলেন
ISRO প্রধান এস সোমনাথ। চাঁদের পর এবার সূর্য জয়ের লক্ষ্যে ভারত। ভারতের প্রথম
সৌর মিশন ‘আদিত্য এল ওয়ান’-এর ঘোষণা করলেন ইসরো প্রধান।
এই প্রথম ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO সৌর মিশনে অংশ নিতে চলেছে।
সূর্যকে খুব কাছ থেকে চেনার-বোঝার চেষ্টা করবেন বিশেষজ্ঞরা। বুধবার ইসরো প্রধান
জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আদিত্য এল ১-এর যাত্রা শুরু হবে। এখনও পর্যন্ত এই
প্রকল্পের জন্য সমস্তকিছুই পরিকল্পনামাফিক যাচ্ছে। এস সোমনাথ আরও বলেন, ‘খুব শীঘ্রই
সূর্যকে কাছ থেকে জানার জন্য আদিত্য এল ১ মিশন চালু হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই
এই মিশন আমরা চালু করার চেষ্টা করছি। সবকিছু পরিকল্পনা মোতাবেক চলছে। L1 পয়েন্ট পর্যন্ত
যেতে এই মহাকাশযানের সময় লাগবে ১২০ দিন।’
এর আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ অগাস্ট প্রথম ইসরোর তরফে
জানানো হয় যে ভারতের প্রথম সৌর মিশন হতে চলেছে আদিত্য এল ওয়ান। টুইটার হ্যান্ডলে ইসরোর
তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে এর স্যাটেলাইটটি নিয়ে
আসা হয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। চন্দ্রবিজয় সফল হওয়ার পর এবার সূর্যের লক্ষ্যে
ভারত।