নিউজ ডেস্ক: খুব শীঘ্রই মেট্রোর সুবিধা পেতে চলেছে কবি সুভাষ থেকে রুবি এলাকার বাসিন্দারা। বুধবার সর্বোচ্চ গতিবেগে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মেট্রো স্টেশনের মধ্যে ট্রায়াল রান সম্পন্ন করল কলকাতা মেট্রো।
এদিন ট্রায়াল রানে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে ১টা ২৪ মিনিটে যাত্রা শুরু করে কবি সুভাষে ১টা ৩২মিনিটে পৌঁছয় মেট্রো। অর্থাৎ মাত্র ৮ মিনিটের মধ্যে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছয় মেট্রটি। গতিবেগ ছিল ৮০ কিলোমিটার।
একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো জানিয়েছে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত সর্বোচ্চ ৮০ কিমি বেগে যেতে পারবে মেট্রোরেল। এদিন ট্রায়াল রানে উপস্থিত ছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। সঙ্গে উপস্থিত ছিলেন মেট্রোর অন্যান্য বিভাগের প্রধান এবং রেল বিকাশ নিগম লিমিটেডের উর্ধ্বতন কর্তারা।