নিউজ ডেস্ক: ৪০ দিনের অপেক্ষার পরে বুধবারই নির্দিষ্ট সময় চাঁদে সফ্ট ল্যান্ডিং করে ‘চন্দ্রযান ৩’। ইসরো জানায় চন্দ্রযান তিনের বাজেট ছিল মোটে ৬১৫ কোটি টাকা। অপরদিকে বলিউড ও হলিউডে সিনেমা তৈরীর বাজেট হয় এর থেকে বেশি। সম্প্রতি মুক্তি পেয়েছে আদিপুরুষ যার বাজেট ছিল ৭০০ কোটি টাকা। আবার হলিউডে এই অংক আরো অনেক বেশি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল মহাকাশ অভিযান নিয়ে একটি ছবি ‘গ্র্যাভিটি’। হলিউডের এই ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৮২৬ কোটি টাকা। কিন্তু বাস্তবের মহাকাশ অভিযান সিনেমার থেকেও কম খরচে বাস্তবায়িত হয়ে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
বুধবার, ২৩ আগস্ট, ঠিক সন্ধে ছ’টা চার মিনিটে চাঁদের মাটিতে পা রাখে চন্দ্রযান ৩। তারপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যেতে থাকে ইসরো। সারা দেশের মানুষ তো বটেই, শুভেচ্ছা বার্তা আসতে থাকে বিদেশ থেকেও। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে শুভেচ্ছা জানায় বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও। বাদ জাননি প্রিয়াঙ্কা চোপড়াও। ওইদিন সন্ধ্যায় চন্দ্রযান ৩-এর ছবি এবং প্রজ্ঞান রোভারের ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে দেন তিনি। প্রিয়াঙ্কা লেখেন এই সাফল্যে তিনি ভীষণ গর্বিত এবং চন্দ্রযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাই।
চন্দ্রযান ৩ ল্যান্ড করার পরে তার মধ্যে থেকে বেরিয়ে আসে প্রজ্ঞান রোভার। শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে উত্তরণ করার পর ৪০ দিনের মাথায় চাঁদে অবতরণ করে চন্দ্রযান তিন। আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ এমন দেশ যা চাঁদের মাটিতে পা রেখেছে। একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়ে বিশ্বে প্রথম স্থান দখল করেছে ভারত। ১৪ দিন চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে প্রজ্ঞান রোভার। অন্ধকারাচ্ছন্ন, জ্বালামুখে ভর্তি চাঁদের দক্ষিণ মেরু নিয়ে কৌতুহল ছিল দীর্ঘদিনের। এইবার সেই কৌতুহল মেটাতে প্রজ্ঞান রোভারের মুখ চেয়ে বসে আছে সারা বিশ্ব।