নিউজ ডেস্ক: অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের বিশ্বকাপ। বহু প্রতিক্ষিত আন্তর্জাতিক এই খেলার টিকিট কবে থেকে পাওয়া যাবে, তা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই(BCCI)। কিন্তু কোথা থেকে পাওয়া যাবে সেই টিকিট? প্রশ্ন ঘুরছিল ক্রিকেট প্রেমীদের মনে।
এবার সমর্থকদের সেই চিন্তা দূর করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানাল, ‘বুকমাইশো’(BookMyShow) থেকে পাওয়া যাবে বিশ্বকাপের অনলাইন টিকিট। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ৮টা থেকে পাওয়া যাবে টিকিট।
১৯ নভেম্বর পর্যন্ত দেশের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপ। প্রস্তুতি ম্যাচ সহ বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৫৮টি। প্রতিটি ম্যাচই দেখতে হবে টিকিট কেটে। আর আইসিসি-এর নির্দেশিকা অনুযায়ী, এবার সমস্ত টিকিটই কাটতে হবে অনলাইনে। এরপর স্টেডিয়ামে বা বোর্ডের দ্বারা নির্ধারিত জায়গা থেকে প্রিন্টেড টিকিট সংগ্রহ করতে হবে। তা না হলে মাঠে ঢোকা যাবে না বলে জানিয়ে দিয়েছে আইসিসি। ভাবছেন তো কীভাবে কাটবেন টিকিট!
প্রথমে বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে। তারপর ‘বুকমাইশো’ থেকে কাটতে হবে টিকিট। তবে বাড়ি বসে প্রিন্টেড টিকিট পাওয়ারও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বাড়তি ১৪০ টাকা খরচ করতে হবে ক্রেতাকে। ক্যুরিয়ারের মাধ্যমে সেই টিকিট বাড়িতে পোঁছে যাবে। ম্যাচের ৭২ ঘণ্টা আগে কাটতে হবে টিকিট। তবে কেবল ভারতীয় সমর্থকরাই পাবেন এই সুবিধা।
প্রসঙ্গত, ইংল্যান্ডে বিশ্বকাপের সময় টিকিট নিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন সমর্থকরা। ভারতের সমস্ত ম্যাচের টিকিট একসঙ্গে ছেড়ে দেওয়ার ফলে ওয়েবসাইট কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেই ঝুঁকি এড়াতে ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
আইসিসি-এর নির্দেশানুসারে,
• ২৫ অগাস্ট থেকে ভারত ছাড়া অন্য দলগুলির প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।
• ৩০ অগাস্ট থেকে গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।
• চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতীয় ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩১ অগাস্ট।
• ধরমশালা, লখনউ এবং মুম্বইয়ে ভারতের ম্যাচের টিকিট পাওয়া যাবে ১ সেপ্টেম্বর।
• ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু এবং কলকাতায় ভারতীয় ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।
• আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যাবে ৩ সেপ্টেম্বর।
• ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে।