নিউজ ডেস্ক:
রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক হয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন ২৮ জন শ্রমিক। এমনই
ঘটনা ঘটল গুজরাতের একটি রাসায়নিক কারখানায়। অসুস্থ শ্রমিকদের প্রত্যেকেই এখন হাসপাতালে
চিকিৎসাধীন।
বুধবার দুপুরে
গুজরাতের ভরুচ জেলায় জম্বুসারের কাছে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস বেরোনোর
খবর আসে। দমবন্ধকর পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন বহু শ্রমিক। কারখানা কর্তৃপক্ষের তরফে
জানা গিয়েছে, সেই সময় ২০০০ শ্রমিক কাজ করছিলেন। পুলিশের তরফে জানানো হয়েছে, দ্রুততার
সঙ্গে প্রত্যেক শ্রমিককেই কারখানার বাইরে নিয়ে আসা হয়।
ভরুচ থানার
সাব-ইনস্পেক্টর বৈশালী আহিরের কাছ থেকে জানা যায় যে শ্রমিকদের অনেকেই বলছিলেন তাঁদের
কষ্ট হচ্ছে, দমবন্ধ হয়ে আসছে। খুব দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা
জানিয়েছেন, প্রত্যেকের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। গ্যাস লিক হওয়ার সম্ভাব্য কারণ
প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক এনআর ধন্দলের তরফে জানানো হয়েছে কোনও কারণে কারখানার একটি
অংশে আগুন লেগেছিল। সেখান থেকেই ব্রোমিন গ্যাস বেরোনোর ফলে এই পরিস্থিতি তৈরি হয়।