নিউজ ডেস্ক: ‘লাল ফিতের’ ফাঁস খুলে ‘লাল গালিচায়’ পরিণত হয়েছে ভারত। বৃহস্পতিবার জয়পুরের জি২০(G20)এর বাণিজ্য এবং বিনিয়োগের বৈঠকে দেশের পূর্ববর্তী সরকারকে খানিক কটাক্ষ করে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে, জি২০-এর অন্যান্য দেশগুলিকে দেশের অর্থনীতিতে বিনিয়োগের বার্তা দিলেন তিনি।
জোহানেসবার্গ থেকে এদিন জি২০-এর বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে জয়পুরে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, “গত ৯ বছরে দেশীয় অর্থনীতিতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ক্রমশ বাড়ছে। সেই বিনিয়োগকে কাজে লাগিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্ম নির্ভর’ প্রকল্পের মাধ্যমে দেশের উৎপাদনের পরিমাণও বেড়েছে। স্থিতিশীল দেশে পরিণত হয়েছে দেশ। খুব শীঘ্রই বিশ্ব অর্থনীতিতে তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে ভারত।” সেই সঙ্গে, ‘রেড টেপ’ থেকে ‘রেড কার্পেট’এ পরিণত হয়েছে ভারত বলে জানান মোদী।
উল্লেখ্য, ২০১৯-এর আগে বিদেশি বিনিয়োগের অভাবে আন্তর্জাতিক মঞ্চে অনেক পিছিয়ে পড়েছিল ভারত। ক্ষমতায় আসার পর মোদীর প্রধান লক্ষ্য ছিল বিদেশী বিনিয়োগের সাহায্যে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলা। বিদেশনীতিতেও যথেষ্ট পরিবর্তন এনেছে তাঁর নেতৃত্বাধীন এনডিএ(NDA) সরকার। এদিন সেই বিষয়টিকে তুলে ধরেন প্রধানমন্ত্রী বলে মত অর্থনৈতিক বিশ্লেষক মহলের।
মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে জোহানেসবার্গে গিয়েছেন মোদী। সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিকস বিজনেস কাউন্সিলের বৈঠকে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের কথা তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার জি২০-এর বৈঠকে ফের একবার সেকথা তুলে ধরেন মোদী। তিনি বলেন, “গত কয়েক বছরে প্রতিটি ক্ষেত্রে উন্নতি করেছে ভারত। আগামী দিনেও করবে। ফলে বিনিয়োগের জন্যে আদর্শ স্থান হল ভারত।”