নিউজ ডেস্ক: এবার ইসরোকে শুভেচ্ছা জানিয়েছে খোদ গুগল। বুধবার চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে নামার পর থেকেই উত্তেজিত গোটা দেশ। শুভেচ্ছা বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। দেশ বিদেশ থেকে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছাবার্তা জানানো হচ্ছে। এইবার গুগলের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে ইসরোকে। পৃথিবীর যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়, কীর্তি, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দিনকে স্মরণীয় করে রাখতে গুগলের সার্চবারে ডুডুল বানানো হয়। গুগলের সিইও সুন্দর পিচাই একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ডুডুল নিয়ে তাঁর টিম বিস্তারিত গবেষণা করে তবেই ঠিক করে কোন বিষয়ের উপর কিরকম ডিজাইনের ডুডুল তৈরি হবে। তাই গুগলের এই ডুডুল আক্ষরিক অর্থেই ভীষণ সম্মানের। গত সপ্তাহেই ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ডুডুল বানিয়েছিল গুগল। যেখানে ভারতের বিভিন্ন অংশের শাড়ির নকশাকে গুরুত্ব দেওয়া হয়েছিল।
চন্দ্রযানের অবতরণের পরের দিনই তাই এই সাফল্য উদযাপন করতে ডুডুল তৈরি করে গুগল। বৃহস্পতিবার সকাল থেকেই চন্দ্রযানের সাফল্যের ডুডুলটি দেখা যাচ্ছে। নীল রঙের ব্যাকগ্রাউন্ডের উপর উজ্জ্বল হয়ে আছে চাঁদ। আর চাঁদের নিচে প্রজ্ঞান রোভারকে দেখা যাচ্ছে। নীল রঙকে মহাকাশ হিসেবে দেখানো হয়েছে এই ডুডলে। আর চাঁদের আশেপাশে ফুটে আছে বেশ কিছু তারা। ডুডুলটিতে ইমোজি দিয়ে চাঁদের হাসিমুখ দেখা গিয়েছে। এই ডুডুলটির উপর মাউসের কার্সার রাখলে ফুটে উঠছে একটি লেখা। ‘চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার অবতরণকে উদযাপন করা হচ্ছে’।
ডুডুলে দেশের নাম উল্লেখ না থাকলেও চন্দ্রযানের সাফল্যের কারণে আলাদা করে দেশের নাম উল্লেখ না করলেও চলবে। কারণ, বুধবার ইতিহাস তৈরি করেছে ভারত। ২৩ অগাস্ট ঠিক সন্ধ্যে ৬ টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করেছে চন্দ্রযান ৩। শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে উত্তরণ করার পর ৪০ দিনের মাথায় চাঁদে অবতরণ করে চন্দ্রযান ৩। আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ এমন দেশ যা চাঁদের মাটিতে পা রেখেছে। একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়ে বিশ্বে প্রথম স্থান দখল করেছে ভারত। ১৪ দিন চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে প্রজ্ঞান রোভার। অন্ধকারাচ্ছন্ন, জ্বালামুখে ভর্তি চাঁদের দক্ষিণ মেরু নিয়ে কৌতুহল ছিল দীর্ঘদিনের। এইবার সেই কৌতুহল মেটাতে প্রজ্ঞান রোভারের মুখ চেয়ে বসে আছে সারা বিশ্ব।