নিউজ ডেস্ক: যাদবপুরের
হস্টেলে গাঁজার চাষ? যাদবপুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের কাছে। ছাত্রমৃত্যুর
রহস্য উদ্ঘাটনে ফরেন্সিক তদন্ত চলছে আর তাতেই উঠে আসছে একের পর এক বিস্ময়কর তথ্য।
ইতিমধ্যেই তদন্তের স্বার্থে গ্রেফতার হওয়া ছাত্রদের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর
সেই বাজেয়াপ্ত ফোনের একটি থেকেই পাওয়া গিয়েছে হস্টেলে গাঁজার চাষের ছবি। ছবিতে দেখা
যাচ্ছে হস্টেলে ফুলগাছের টবে ফুলের বদলে গাঁজার চাষ করা হচ্ছে।
পুলিশ সূত্রে
খবর, মেন হোস্টেলের এ-২ ব্লকের বারান্দার টবে এই গাঁজা চাষ হতো। দুর্ঘটনার রাতের পরে
তার সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সৌরভ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ যেন ক্রমশ
জড়ালো হচ্ছে। বুধবার মোট ১৪ জনকে যাদবপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে যাদবপুর
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সিভি
আনন্দ বোস। সকাল ১০টা ৪০ মিনিটে রাজভবনে সেই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে কী আলোচনা
হবে, তা জানা না গেলেও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন আচার্য বলে
সূত্রের খবর। বৈঠকে ডাক পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও।
এছাড়াও বিশ্ববিদ্যালয়
চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে জট তুঙ্গে। উপাচার্য বারবার বললেও এখনই সিসিটিভি
বসছে না। কর্মসমিতির ছাড়পত্র ছাড়া নজরদারি ক্যামেরা বসাতে চাইছেন না কর্তৃপক্ষ। ফলে
কর্মসমিতির বৈঠক না হওয়া পর্যন্ত ঝুলেই থাকছে সিসি ক্যামেরা বসানোর বিষয়টি। নড়েচড়ে
বসেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। সিসি ক্যামেরা বসানো নিয়ে উদ্যোগী হন অন্তবর্তীকালীন
উপাচার্য। কোথায় কোথায় সিসিটিভি বসবে বুধবার বিশ্ববিদ্যালয়ে এসে তাও ঠিক করে ফেলেন
তিনি। তার মতে আপাতত হস্টেল গেটের সামনে বসবে। তারপর কোথায় কী বসানো যায় সেটা স্ট্রাটেজিক
প্ল্যান।