নিউজ ডেস্ক: বিশ্বের মঞ্চে ভারতীয় কুস্তিগিরদের হয়ে আর বাজবেনা জাতীয় সংগীত। উড়বে না জাতীয় পতাকা! কারণ, ভারতের জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা। সঠিক সময়ে ফেডারেশনের নির্বাচন না হওয়ার জন্যে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব সংস্থা। প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সরন সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ বিতর্কে সংবাদ শিরোনামে ভারতীয় কুস্তি সংস্থা। এর মধ্যে আন্তর্জাতিক সংস্থার এই নির্দেশিকায় কার্যত চরম বিপাকে দেশের কুস্তিগিরেরা।
ব্রিজভূষণের বিতর্কের পর ভেঙে দেওয়া হয় ফেডারেশনের পুরনো কমিটি। একাধিকবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও কোনও না কোনও আদালতের নির্দেশে তা পিছিয়ে যায়। গত ২৭ এপ্রিল ভূপেন্দ্র সিং বাজওয়ার নেতৃত্বে অ্যাড-হক প্যানেল গঠন করে ভারতীয় অলিম্পিক্স সংস্থা(IOA)। প্যানেল গঠনের ৪৫ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েচিল। নির্বাচন না হলে ফেডারেশনকে নির্বাসিত করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
১২ অগাস্ট নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে সেই তারিখও পিছিয়ে যায়। সেকারণে নির্বাসনের পথেই হাটল বিশ্ব সংস্থা। বুধবার রাতে অ্যাড-হক প্যানেলকে নির্বাসনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।
এই নির্বাসনের ফলে বিশ্ব কুস্তি সংস্থা পরিচালিত কোনও প্রতিযোগিতায় দেশের পতাকায় অংশগ্রহণ করতে পারবেন না কুস্তিগিরেরা। তবে অলিম্পিক্স বা যেকোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের পতাকা ছাড়া নামতে পারবেন তাঁরা। অলিম্পিকে নির্বাচিত হওয়ার জন্যে ৬ সেপ্টেম্বর থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ইতিমধ্যেই তার ট্রায়ালের দিনও ঘোষণা করা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব সংস্থার এমন সিদ্ধান্তে চরম বিপদে ভারতীয় কুস্তিগিরেরা, বলাই বাহুল্য।