নিউজ ডেস্ক: চাঁদের দুর্গম দক্ষিণ মেরু জয় করার পর গোটা পৃথিবী শুভেচ্ছা জানাচ্ছে ভারতকে। দেশ-বিদেশ থেকে এই অসামান্য কীর্তির জন্য বাহবা পাচ্ছে ISRO। এবার ভারতীয় মহাকাশ সংস্থার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা-বার্তা পাঠালেন ধর্মগুরু দালাই লামা। মোদীর কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন,’চন্দ্রযান-৩-এর সফল অবতরণ ভারতের জন্য এক গৌরবময় অভজ্ঞতা। ভারতীয়রা সর্বদা বিজ্ঞানকে প্রসার করে চলেন। আমি ISRO প্রধান এবং তাঁর সহকর্মীদের এই মহান কীর্তিকে শুভেচ্ছা জানাতে চাই। তাঁদের নিঃস্বার্থ ত্যাগ ছাড়া এই কাজ সফল হতো না। ভারতীয় বিজ্ঞানীরা দেশের বিজ্ঞান-প্রযুক্তির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।’
উল্লেখ্য, সুদীর্ঘকাল ধরে ভারতের অতিথি হিসেবে রয়েছেন দালাই লামা। তিনি স্বয়ং নিজেকে ভারতের প্রবীনতম অতিথি বলে থাকেন। তিনি মনে করেন এই সাফল্যের পর আরও উন্নতির শিখরে পৌঁছবে ভারতের বিজ্ঞান-প্রযুক্তি। রাশিয়া-আমেরিকার উন্নততর প্রযুক্তির সঙ্গে যেভাবে প্রতিযোগিতা করছে ভারত, তাতে বেজায় খুশি দালাই লামা।
প্রসঙ্গত, চন্দ্রযান-২-এর বাজেট ছিল ৯৭০ কোটি টাকা। সেই মিশনের ল্যান্ডার ব্যর্থ হলেও ৪ বছর পর চাঁদ ছুঁতে সক্ষম হলো বিক্রম। তবে আশ্চর্যের বিষয়, এবারের বাজেট আগের বাজেটের ২/৩ হওয়া সত্ত্বেও সমস্যা হয়নি বিজ্ঞানীদের। কম বাজেটেও যে মহাকাশে ইতিহাস রচনা করা সম্ভব, সেই দৃষ্টান্তই বিশ্বের কাছে তুলে ধরল ISRO।