নিউজ ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। অবশেষে ব্রিকস-এ অন্তর্ভুক্ত হল আরও ৬টি দেশ। সম্মেলনের তৃতীয় তথা শেষ দিনে মিশর, ইথিয়োপিয়া, আর্জেন্টিনা, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবকে গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসাবে আমন্ত্রণ জানালেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বললেন, ‘আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে’।
নতুন সদস্যপদের জন্যে ৬টি দেশকে শুভেচ্ছা জানিয়ে রামাফোসা বলেন, “আমরা একত্রে ব্রিকস গোষ্ঠীর সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ব্রিকসের সদস্য হওয়ার জন্যে অন্যান্য দেশের সম্মতিকে আমরা গুরুত্ব দিয়েছি।” তাঁর মতে, এই ৬ রাষ্ট্রকে সঙ্গে নিয়ে বিশ্ব দরবারে নতুন ব্যবস্থা তৈরি করবে ব্রিকস।
প্রেসিডেন্ট রামাফোসার ঘোষণার পরই বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য সদস্যপদ পাওয়া ৬টি দেশের রাষ্ট্রনেতা এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভারত সবসময় ব্রিকসের সদস্য সংখ্যা বাড়ানোর পক্ষে সহমত পোষণ করেছে। কারণ আমরা মনে করি ব্রিকসের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধিতে সদস্য সংখ্যা বাড়ানোর প্রয়োজনিয়তা রয়েছে।” সেইসঙ্গে তিনি বলেন, “৬টি দেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আশা করি ভবিষ্যতে আমরা সহযোগিতা এবং সমৃদ্ধি বৃদ্ধির উদ্দেশে একত্রে কাজ করব।”
২০১০ সালের পর এই প্রথম সম্প্রসারণ ঘটল ব্রিকসের। এবছর সম্মেলন শুরু থেকে এই সম্প্রসারণের দিকে নজর ছিল আন্তর্জাতিক মহলের। কারণ, ব্রিকস শুরুর আগেই গত ২২ অগাস্ট চিনের তরফে আনুষ্ঠানিক ভাবে এই সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে সেই প্রস্তাবে সহমত দেখায় রাশিয়াও। আর তারপরই শুরু হয় জল্পনা। অবশেষে সমস্ত জল্পনার অবসান।