National Film Awards: হাড্ডাহাড্ডি লড়াই আলিয়া-কঙ্গনার কার ঝুলিতে উঠবে সেরার শিরোপা?
নিউজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতের বড়ো উৎসব ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে চলেছেন আলিয়া-কঙ্গনা সহ আরো অনেক বলি-টলি তারকারা। কার হাতে উঠবে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরষ্কার তা নিয়ে ইতোমধ্য়েই শুরু হয়ে গিয়েছে জল্পনা। নমিনেশন হয়ে গিয়েছিল আগেই এবার পালা নাম ঘোষণার।
বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে একটি সাংবাদিক সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ৬৯ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর লড়াইয়ে গত বছর থেকেই এগিয়ে ছিল দুটি নাম। আলিয়া ভাট ও কঙ্গনা রানাউত। গঙ্গুবাঈ কাথিয়াওয়ারি ও থালাইভি ছবি দুটির জন্য দুই অভিনেত্রীর নাম উঠে এসেছে নমিনেশনে। অন্যদিকে সরদার উধম ছবির জন্য ভিকি কৌশল ও ৮৩ ছবির জন্য় রণবীর সিং এগিয়ে রয়েছে সেরা অভিনেতা হওয়ার দৌড়ে।
গত বছর ৬৮তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছিলেন অজয় দেবগন ও সুরিয়া। তানহাজি দ্য আনসাঙ ওয়ারিওর ছবিতে অভিনয়ের জন্য পুরষ্কার পেয়েছিলেন অজয়। অপরদিকে সুরোরাই পত্রু ছবির জন্য বেস্ট ফিচার ফিল্ম বিভাগে পুরষ্কার পেয়েছিলেন সুরিয়া। এই বছর জয় ভীম, মিন্নাল মুরালী, থালাইভি, সরদার উধম, ৮৩, পুস্পা দ্য রুল, শেরশাহের মতো ছবিগুলি নমিনেশন পেয়েছে।