নিউজ ডেস্ক: এবার দুর্নীতির সঙ্গে
জড়াল সুজিত বসুর নাম। নিয়োগ দুর্নীতি মামলায়
যুক্ত হল রাজ্যের দমকল মন্ত্রীর নাম। তাকে ডেকে পাঠাল সিবিআই। জানা যাচ্ছে, পুরসভা নিয়োগ
দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করা হল। ৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ধৃত অয়ন
শীলের বাড়ি ত্থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় কেন্দ্রীয়
তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, ২০১৬
থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে। দক্ষিণ দমদম
পুরসভার তৎকালীন উপ–পুরপ্রধান ছিলেন সুজিত বসু। আর তাই এবার
তাঁর নামও যুক্ত হল এই মামলায়। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সিবিআইয়ের চিঠি প্রসঙ্গে বলেন, “এখনও কিছু আসেনি। টিভির মাধ্যমে দেখলাম যতক্ষণ না আমি
হাতে কিছু পাচ্ছি ততক্ষণ কোন কিছু বলব না। যদি কেউ কোন চিঠি পাঠায় তার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। যদি কোন
বিষয়ে কেউ আমার কাছে জানতে চায় আমি উত্তর দিতে প্রস্তুত। আমার কাছে এখনও পর্যন্ত কোন চিঠি আসেনি। আমি অস্বীকার করব কেন। যদি কোন চিঠি পাই যদি কেউ ডাকে আমি
নিশ্চয়ই যাব”।
প্রসঙ্গত পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকটি পুরসভায়
একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি একাধিক পুরসভার পুরপ্রধানকে ডেকে
পাঠানো হয়। এবার এই কেলেংকারীতে মন্ত্রীর নাম জড়ানোয় চাপে শাসকদল তৃণমূল কংগ্রেস।