নিউজ ডেস্ক: এবার পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল শেখাতে জেলা জজের নির্দেশে সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হবে প্রশিক্ষণ। দার্জিলিং
জেলার আওতাধীন সব সরকারি ও বেসরকারি স্কুলে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। এই সিদ্ধান্ত নিয়েছে ডিআই দপ্তর। একই সঙ্গে স্কুলের
সামনে এবং স্কুল সংলগ্ন রাস্তায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলার আবেদন যাবে পুলিশের
কমিশনারের কাছে। স্কুল গেটের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের ঘোরাফেরা রুখতে
উইনার্স টিমকে নজরদারির চালানোর আবেদন জানাতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর।
শিলিগুড়ির মাটিগাঁড়ার নাবালিকা খুনের ঘটনার পর
উত্তাল শহর। নাবালিকাকে স্কুল থেকে ফেরার পথে বন্ধুত্বের ছলে ফুঁসলিয়ে ঝোপঝাড়ে
নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা ও ইট দিয়ে খুনের ঘটনার বিবরণ গাঁ শিউরে তুলেছে
শহরের অভিভাবকদের। ঘটনার পর থেকেই একদিকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা সতর্ক
করেছেন ছাত্রীদের। অন্যদিকে চাপা আতঙ্ক গ্রাস
করছে অভিভাবক মহলে। তবে এই আতঙ্ক কাটিয়ে ছাত্র-ছাত্রীদের প্রতিরোধ গড়ে তুলতে
শেখানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা স্কুল শিক্ষা দপ্তর। চলতি মাসেই আদালতের জেলা জজের নির্দেশে শিলিগুড়ি শিক্ষা জেলার সমস্ত স্কুল গুলির শিক্ষিক শিক্ষিকাদের
কিভাবে পড়ুয়াদের আত্মরক্ষা কৌশল, সন্দেহভাজন ব্যক্তির
সংস্পর্ষে এলে সহজেই তা বুঝে ওঠা এবং অপদকালীন পরিস্থিতির মুখে মোকাবিলায় আত্ম
নির্ভর ভাবে গড়ে তোলার যায় তার প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ প্রশিক্ষণ শিবিরে সব
স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের উপস্থিতি থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে
জানান শিলিগুড়ি শিক্ষা জেলা উচ্চ মাধ্যমিক স্কুল পরিদর্শক (ডিআই) রাজীব প্রামাণিক।
তিনি
বলেন, “সব সরকারি ও
বেসরকারি স্কুলে স্কুলে আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। চিঠি মারফত সে নির্দেশিকা যাবে স্কুল গুলিতে। গুড টাচ ও ব্যাড টাচ, কু মতলব সম্পন্ন ব্যক্তি সংস্পর্শে এলেই যাতে পড়ুয়ারা সচেতনা হতে পারে ও
আত্ম রক্ষা করতে পারে সে কৌশল শেখানো হবে তাদের। একই সঙ্গে যে মর্মান্তিক ঘটনা
ঘটেছে তার পর স্কুলের সামনে এবং স্কুল সংলগ্ন রাস্তায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলার
আবেদন যাবে পুলিশের কমিশনারের কাছে। স্কুল গেটের সামনে সন্দেহজনক ব্যক্তি যুবকদের
ঘোরাফেরা রুখতে উইনার্স মহিলা পুলিশের বিশেষ বাহিনীর নজরদারির চালানোর বিষয়েও পুলিশ কমিশনারকে আবেদন জানাব”। পাশাপাশি অভিভাবকেরা বাড়িতে যাতে শিশুদের বন্ধুত্ব সুলভ পরিবেশে
সংবেদনশীল বিষয়গুলি নিয়ে সচেতন করতে পারেন সেজন্য স্কুল কর্তৃপক্ষকে পড়ুয়াদের
অভিভাবকদের সঙ্গেও কথা বলতে হবে।