নিউজ ডেস্ক: যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের এক পড়ুয়ার দেহ উদ্ধার হল শহরে। ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের মহিলা হস্টেল, লিটন-এর শৌচাগারের দরজা ভেতর থেকে দীর্ঘক্ষণ বন্ধ থাকায় কর্তৃপক্ষকে জানায় পড়ুয়ারা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে শৌচাগারের দরজা ভেঙে ওই পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা ছিল মৃত ছাত্রী। নাম সুতপা কর্মকার। নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়া ছিল সে। ঘটনাটি আত্মহত্যা বলে মনে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে তার মৃত্যুর আসল কারণ জানার জন্যে তদন্ত করছে পুলিশ।
এদিন খবর পাওয়ার পর কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার(দক্ষিণ) এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, ঘটনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেই দল। সেইসঙ্গে, মৃত পড়ুয়ার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করেন তারা। তদন্তের জন্যে হস্টেল এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে পুলিশের বলে খবর।
প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা আরও এক মাত্রা যোগ করে দিন, তা বলাই বাহুল্য।