নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান বিজেপির। বৃহস্পতিবার সকালে এই
কর্মসূচির সূচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বাগুইআটি জ্যাংড়া এলাকায় তিনি স্থানীয়দের বাড়ি গিয়ে তাদের সঙ্গে
কথা বলেন। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে তিনি বলেন, ‘মোদী
সরকার যে কাজ করেছে তার পাশে দাঁড়ান’। পাশাপাশি এদিন গৃহ
সম্পর্ক অভিযান শুরু করার আগে ও শেষে পুজো দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত
মজুমদার। তিনি অভিযান শুরু করার আগে জ্যাংড়া ঘোষ পাড়া রোডের একটি মায়ের মন্দিরে
পূজো দেন। অভিযান শেষে স্থানীয় জগন্নাথ মন্দিরে পুজো দেন ও
খোল বাজান।
রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে সিবিআইয়ের তলব প্রসঙ্গে বলেন, “হাজিরা দেওয়ার পক্ষপাতী এরা
নয়। শুধু সিবিআই কেন ইডিরও তদন্ত হওয়া উচিত। যে ব্যক্তির কথা বলা হচ্ছে ভদ্রলোক এক সময় স্টেশনের পাশে এগরোল বিক্রি করতেন। সেই থেকেই উত্থান। উনার এই মডেল স্টাডি করা যেতে পারে। ইডিরও স্টাডি করা উচিত। এত টাকার সম্পত্তির মালিক
হলেন কি করে। এক সময় সুভাষ চক্রবর্তীকে ধরেছিলেন তারপর
পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরেছেন, মমতা
বন্দ্যোপাধ্যায় অবশ্য এখন বলছেন দুষ্টু ছেলে, শ্রীভূমির পুজো
নাকি তিন দিন ধরে বিসর্জন হয়, দুষ্টুমি করেন, কি সব”।
অন্যদিকে মিজোরামে ব্রিজ ভাঙ্গা প্রসঙ্গে তিনি
বলেন, “একদিকে ভারতবর্ষের বিজ্ঞান উন্নতি
গবেষণা চরম শিখরে। চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ মেরুতে
পৌঁছেছে যেটা কেউ পারেনি। সেই একই দিনে বাংলা পিছোচ্ছে। বাংলার
কুড়িজনেরও বেশি পরিযায়ী শ্রমিক মারা গেল। তারা কিন্তু কেউ
ঘুরতে যায়নি। তারা পেটের ভাত জোগাড় করতে গিয়েছিল”।