নিউজ ডেস্ক: ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে ঝড় তুলল আরআরআর, সরদার উধম, গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। বলিউডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দক্ষিণী ছবিগুলি। শেষপর্যন্ত কোন বিভাগে কে কে পেল সেরা পুরষ্কার দেখে নিন এক নজরে।
সেরা নন ফিচার ছবি- রুক্ষ মাটির দুক্ষু মাঝি (বাংলা) পরিচালনায় সোমনাথ মন্ডল
সেরা ফিচার ছবি- রকেট্রি দ্য নামবি এফেক্ট, পরিচালনায় আর মাধবন
সেরা জাতীয় ছবি- দ্য কাশ্মীর ফাইলস, পরিচালনায় বিবেক রঞ্জন অগ্নিহোত্রী
ছোটোদের সেরা ফিচার ছবি- গান্ধী অ্যান্ড কো পরিচালনায় মনীশ সাইনি
ফিচার ছবি সেরা পরিচালনা- গোদাবরী (মারাঠি), পরিচালক নিখিল মহাজন
সেরা অভিনেতা- পুস্পা দ্য রাইস, অভিনেতা অল্লু অর্জুন
সেরা অভিনেত্রী- গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি, অভিনেত্রী আলিয়া ভাট
সেরা অভিনেত্রী- মিমি, কৃতি শ্যানন
সেরা সহ অভিনেতা- মিমি, পঙ্কজ ত্রিপাঠী
সেরা সহ অভিনেত্রী- দ্য কাশ্মীর ফাইলস, পল্লবী জোশী
সেরা শিশু শিল্পী- চেলো শো, অভিনেতা ভবীন রবারি
সেরা প্লে ব্যাক গায়ক- কলা ভৈরব, আরআরআর
সেরা প্লে ব্যাক গায়িকা- শ্রেয়া ঘোষাল, ইরাভিন নিজাহাল
সেরা সিনেমাটোগ্রাফি- অভীক মুখোপাধ্যায়,সরদার উধম
সেরা প্রোডাকশন ডিজাইন- ডিমিট্রি মালিচ ও মানসী ধ্রুব মেহতা ,সরদার উধম
সেরা সম্পাদনা- সঞ্জয় লীলা ভানসালি, গঙ্গুবাঈ কাথিয়াওয়ারি
সেরা অডিওগ্রাফি- অরুণ অশোক ও সোনু কে পি (ছাভিত্তু), অনীশ বাসু (ঝিল্লি), সিনয় জোসেফ (সরদার উধম)
সেরা স্ক্রিন প্লে- ডায়লগ রাইটার প্রকাশ কাপাডিয়া ও উৎকর্ষ বশিষ্ঠ, স্ক্রিন প্লে রাইটার সঞ্জয় লীলা ভানসালি ও উৎকর্ষ বশিষ্ঠ
সেরা কস্টিউম- বীরা কপুর ই, সরদার উধম
সেরা মেকআপ আর্টিস্ট- প্রীতিশীল সিং ডিসুজা, গঙ্গুবাঈ কাথিয়াওয়ারি
সেরা মিউজিক ডিরেকশন- দেবী শ্রী প্রসাদ, পুস্পা দ্য রাইজ, এম এম কীরাভানি, আরআরআর
সেরা স্টান্ট কোরিওগ্রাফি- কিং সোলেমন, আরআরআর