নিউজ ডেস্ক :মাত্র দু’সপ্তাহ হল মুক্তি পেয়েছে সানি দেওল ও অমিশা পাটেল অভিনীত ছবি ‘গদর ২’। মুক্তির আগে থেকেই অগ্রিম টিকিট বুকিংয়ে ভালই ব্যবসা করেছিল এই ছবি। মুক্তির পরে ছবির ব্যবসার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকা। সারা বিশ্বে ৫০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ‘গদর টু’। দুই দশকেরও বেশি সময় আগে মুক্তি পাওয়া ছবি ‘গদর: এক প্রেম কথা’। সেই ছবিটির দ্বিতীয় ভাগ ‘গদর ২’-তে ফের একসঙ্গে সানি এবং অমিশার জুটি। দর্শকদের মতে ২২ বছর আগে এই জুটির কেমিস্ট্রি যেমন ছিল এতদিন পরেও তা একই রকম থেকে গেছে। দুই সপ্তাহ জুড়ে প্রায় প্রত্যেক দিনই হাউজ ফুল এই ছবি। এইবার নিজ বাসভবনে এই ছবিটি দেখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সিনেমাটির সকল সদস্য।
লখনৌয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রদর্শিত হয় ছবিটি। ছবিটির গোটা টিম উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি সানি দেওল ও অমিশা পাটেলকে। যদিও সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক এবং প্রযোজক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা। ছবিতে সানি দেওলের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন উৎকর্ষ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ছবি তুলেছেন সকলে। নিজের ফেসবুক প্রোফাইলে ছবির কলাকুশলীদের সঙ্গে ছবি শেয়ার করেছেন যোগী আদিত্যনাথ নিজেই। চলতি বছর মুক্তি পেয়েছে অনেকগুলি ব্লকবাস্টার ছবি। কিন্তু তার মধ্যে সবথেকে বেশি সাফল্য লাভ করেছে শাহরুখ খানের ‘পাঠান’। ‘পাঠান’-এর পরেই সেই তালিকায় রয়েছে ‘গদর ২’। এই ছবি নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে দিন দিন। ছবি মুক্তির কিছুদিন পরেই রাষ্ট্রপতি ভবনেও স্পেশাল স্ক্রিনিং হয়েছিল ছবিটির।
ছবি সাফল্য লাভ করলেও স্বস্তি নেই অভিনেতার। চলতি সপ্তাহেই একটি ব্যাংক থেকে নোটিশ পাঠায় সানি দেওলকে। ৫৫ কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি। আর সেই ঋণ মেটাতে না পারার জন্য মুম্বাইয়ের জুহু এলাকায় ‘সানি ভিলা’ নামক বিলাসবহুল বাংলো নিলামে তোলার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে আলোচনা করে ঠেকিয়ে রাখা গেছে বিষয়টি। যদিও ঋণ বিষয়ক এই সমস্যার সমাধানে চেষ্টায় রয়েছেন অভিনেতা ও তাঁর দল। আপাতত সানি ভিলার নিলামের নোটিশ প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট ব্যাংকটি।