নিউজ ডেস্ক: শত চেষ্টা করেও সফলতা এল না ঝুলিতে। অবশেষে টাইব্রেকারের সাড়ে ৬ মিনিট কাল হল ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের। হেরে গেলেন এক নম্বর দাবাড়ু তথা ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে।
দাবা বিশ্বকাপের প্রথম দুটি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় কার্লসেন এবং প্রজ্ঞার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের মধ্যে। প্রথম র্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেয় প্রজ্ঞা। আর তাতেই পিছিয়ে পড়েন প্রজ্ঞা। টাইব্রেকার জিতে নেন কার্লসেন।
প্রথম টাইব্রেকার কার্লসেন জিতে যাওয়ায় দ্বিতীয় টাইব্রেকারটি জিততেই হতো প্রজ্ঞানন্দকে। কিন্তু দ্বিতীয় টাইব্রেক ড্র হয়ে যাওয়ায় হেরে যান প্রজ্ঞানন্দ। ২.৫-১.৫ পয়েন্টে জিতে যান কার্লসেন। ফাইনালে নিজের সেরা খেলাটা খেলে বুঝিয়ে দিলেন কেন ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন নরওয়ের এই দাবাড়ু। থেমে থাকেননি প্রজ্ঞাও। রীতিমতো আক্রমণাত্মক ভূমিকায় কার্লসেনের বিরুদ্ধে খেলেছেন ১৮ বছরের এই দাবাড়ূ। এর আগেও কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞা। কিন্তু সেই হার থেকে অভিজ্ঞতা নিয়ে জিতে গেলেন কার্লসেন।
তবে হেরে গেলেও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত প্রজ্ঞা। তাঁকে ‘ভারতীয় বিস্ময়বালক’ বলে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক চেস ফেডারেশন। ‘দুর্দান্ত এক টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্যে’ তাঁকে ধন্যবাদও জানায় ফেডারেশন। এদিকে, ফাইনালে ওঠার পথে প্রজ্ঞা হারিয়েছেন বিশ্বের দুই নম্বর হিকারু নাকামুরাকে। বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকেও হারান প্রজ্ঞানন্দ।