নিউজ ডেস্ক: বাতিল হল ২০০ বছর আগের ৫টি আইন।
ব্রিটিশ আমলে জমিদারী প্রথার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন লর্ড
কর্নওয়ালিস। তার সঙ্গে সাযুজ্য রেখে ভূমি রাজস্ব সংক্রান্ত আরও একাধিক আইন ছিল সে
সময়। মূলত সেগুলি তৈরি হয়েছিল ১৮১৯ থেকে ১৮৫০-এর মধ্যে। সেই
আইনগুলিই বৃহস্পতিবার সরকারিভাবে বাতিল ঘোষণা করার জন্য বিধানসভায় তা প্রস্তাব
আকারে পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই প্রস্তাবই পাস হয়ে গেল
এদিন। চিরস্থায়ী বন্দোবস্ত তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই আইনগুলির কার্যকারিতা হারায়।
নতুন করে ভূমি রাজস্ব সংক্রান্ত আইন তৈরি হয় দেশ ও রাজ্যগুলির জন্য। ব্রিটিশ
আমলের সেই আইনগুলির প্রভাব না থাকলেও আইনগুলি এতদিন থেকেই গিয়েছিল।