নিউজ ডেস্ক: রেশন ডিলার এবং খাদ্য দফতরের
আধিকারিকদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল
মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার ভরতপুর গ্রামে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ভরতপুর গ্রামের বাগরিপাড়া এলাকায়।
অপরদিকে ঘটনার পর এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি
নিয়ন্ত্রণ এবং খাদ্য দফতরের আধিকারিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য
ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই
ঘটনায় রেশন ডিলার ও খাদ্য দফতরের কর্মীরা একে অপরের প্রতি দোষারোপ করেছেন। যদিও অভিযোগ পেয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে
ভরতপুর থানার পুলিশ।
মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর গ্রামের
বাগরিপাড়ায় জুয়েল শেখের দুই নম্বর রেশন দোকানে ও ভরতপুর থানার ঝিকরা গ্রামের
রেশন ডিলার সামিউল ইসলামের দোকানে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকেই
তদন্ত করতে আসে জেলা চারজন খাদ্য দফতরের আধিকারিক। কান্দি মহকুমা খাদ্য দফতরের
আধিকারিক সমীর রায় জানিয়েছেন,
“ভরতপুর থানার ঝিকরা এবং ভরতপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ
এসেছিল দুইজন রেশন ডিলার সামিউল ইসলাম ও জুয়েল শেখ রেশনের মাল ঠিকমতো গ্রামবাসীদের
দিচ্ছে না। আমরা যখন তদন্ত করছিলাম তখনই দুই রেশন ডিলার তাদের পোষা কিছু
দুষ্কৃতিকে নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে। আমাদের খাতা পত্র কেড়ে নেবার চেষ্টা
করে এবং প্রতিবাদ করলে মারধর করে। আমরা পুলিশকে সমস্ত কিছুই জানিয়েছি”।
যদিও
দুই রেশন ডিলার সামিউল ইসলাম ও জুয়েল শেখ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি
জানিয়ে বলেন, “আমাদের এলাকার রেশন মাল ডিস্ট্রিবিউটার
নিমাই চন্দ্র ঘোষ এর কাছে ফুড ইন্সপেক্টর সমীর রায় মারফত বুধবার ৮ লক্ষ টাকার ডিল
হয়। আমাদের কাছেও চাওয়া হয়েছিল টাকা। আমরা তার প্রতিবাদ করাতেই বৃহস্পতিবার
বিকেল থেকেই দোকানে তল্লাশি শুরু করে। আমরা ওদের কাজে বাধা দেইনি। গ্রামবাসীরা
মালপত্র না পেয়ে প্রতিবাদ করে”। এই ঘটনায় এদিন সন্ধ্যা থেকেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়।