নিউজ ডেস্ক: নদিয়ার হরিণঘাটা ব্লকের বিরহী ১ নম্বর পঞ্চায়েতে
দপ্তর বণ্টনে বিডিও শাসক দলের প্রতি পক্ষপাতিত্ব করেছেন। এই অভিযোগে পঞ্চায়েত
অফিসে তালা ঝুলিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, এই
পঞ্চায়েতের মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০টি এবং ৮টি আসনে জিতেছে
বিজেপি। ইতিমধ্যে প্রধান ও উপপ্রধান পদে তৃণমূলের প্রার্থীরা শপথ নিয়ে বোর্ডও গঠন
করেছে। এদিন বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে পঞ্চায়েতে দপ্তর বণ্টনের কথা
ছিলো। যদিও আগেই বিডিও জানিয়েছিলেন দপ্তর বণ্টনের সব সদস্যকে প্রাধান্য দেওয়া হবে।
কিন্তু এদিন তা হয়নি। তার প্রতিবাদেই পঞ্চায়েতে তালা ঝুলিয়ে পথ অবরোধে নেমেছে
বিজেপি। এমনই দাবি নেতৃত্বের। ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধের ঘটনায় এদিন উত্তেজনা
ছড়ায়। পুলিশ এসে অবরোধ তলার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়
হয়।
বিজেপির অভিযোগ শাসক দলকে কাজের নিরিখে এগিয়ে রাখার চক্রান্তে
শামিল বিডিও। তাই বিজেপির কোন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়নি। বিডিও শাসক দলের কর্মীদের
মত আচরণ করছে অভিযোগ বিজেপির। প্রসঙ্গত রাজ্যের নানান প্রান্তে বিডিওদের বিরুদ্ধে শাসক
দলের হয়ে কাজ করার অভিযোগ উঠছে। গণতন্ত্রের জন্য অভিযোগ ভাল নয় বলেই মনে করছে ওয়াকিবহাল
মহল।