নিউজ ডেস্ক:
শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি। শুক্রবার নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন ছাড়ল না হাওড়া-নিউ
জলপাইগুড়ি বন্দে ভারতে এক্সপ্রেস। এই ট্রেনটিতেই মালদহ যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। পরে রেল কর্তৃপক্ষের তরফে একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা
করা হয়। বাকি যাত্রীদের সঙ্গে সেই যুবা এক্সপ্রেসে চেপে রওনা দিয়েছেন রাজ্যপালও। আর
হাওড়া স্টেশনে থাকাকালীনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, এবার যাদবপুরে
র্যাগিং রুখতে ইসরোর সাহায্য নেবে রাজ্য। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে র্যাগিং
ঠিক কীভাবে প্রতিরোধ করা হবে তা নিয়ে ধন্দে প্রায় অনেকেই। কিন্তু ইসরোর কাছে এ ব্যাপারে
ইতিমধ্যেই তদ্বির করে ফেলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে
র্যাগিং রুখতে পদক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। র্যাগিং মোকাবিলায় এ বার ভারতীয়
মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এই নিয়ে ইতিমধ্যেই ইসরোর
চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যপাল তথা আচার্য। বৃহস্পতিবার রাতে
এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে রাজভবনের তরফে।
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসে
যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তাই যাত্রীদের নিরাপত্তার কারণে ট্রেনটি ছাড়েনি। তিনি বলেন
‘যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে আগে। যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
ট্রেনটিকে বন্দে ভারতের গতিতেই চালানো হবে। ওই ট্রেনেও খাবার এবং পানীয় জলের সুব্যবস্থা
থাকবে’।