নিউজ ডেস্ক: সফল হয়েছে ‘চন্দ্রযান-৩’(Chandrayaan3)। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস তৈরি করেছে ভারত। কিন্তু থেমে থাকা যাবে না। আগামী ৩ বছরের মধ্যে তাই ফের চাঁদের উদ্দেশে রওনা দেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো(ISRO)। রওনা দেবে ‘চন্দ্রযান-৪’(Chandrayaan4)।
‘লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন’(LUPEX)। তবে এবার ভারত একা নয়। সঙ্গী হবে জাপানের মহাকাশ গবেষণাকেন্দ্র ‘জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’(JAXA)। ইসরো-এর বেঙ্গালুরু শাখার সঙ্গে জাপানের জাক্সা-এর সহযোগিতামূলক উদ্যোগের এই অভিযানকে আপাতত ‘লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন’(LUPEX) নামে ডাকা হচ্ছে। অভিযানের জন্যে মহাকাশযানের রোভার এবং ল্যান্ডার তৈরি করবে ভারত এবং জাপান।
ইসরো এবং জাক্সা’র যন্ত্রপাতির বহনের সঙ্গে মার্কিন গবেষণা সংস্থা নাসা(NASA) এবং ইউরোপের গবেষণা সংস্থা ইসা(ESA) এর সন্ত্রপাতিও বহন করবে নতুন রোভারটি। জানা গিয়েছে, পরবর্তী অভিযানে ইসরোর নজর চাঁদের দুই মেরুতে। চন্দ্রপৃষ্ঠে জল আদৌ আছে কি না, তাও খুঁজে বের করবে চন্দ্রযান-৪। জলের পরিমাণ কতটা, মান কেবম এবং তা ব্যবহার যোগ্য কি না, তাও খতিয়ে দেখবে এই মহাকাশযান।
‘চন্দ্রযান-৪’এর প্রযুক্তির দিকেও নজর রাখছে ইসরো এবং জাক্সা। জানা গিয়েছে, বিদ্যুতের সরবরাহ সচল রাখতে লুপেক্স-এ পাতলা ফিল্মের সৌরকেষ এবং আল্ট্রা হাইডেনসিটি ব্যাটারি ব্যবহার করা হবে। সূর্যের আলো পাওয়া না গেলেও যাতে মহাকাশযানটি নিষ্ক্রিয় না হয়ে যায়। ইতিমধ্যেই এই নিয়ে কাজও শুরু করে দিয়েছে দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থা।