নিউজ ডেস্ক:
শুক্রবার সকালে ব্যাহত হল বনগাঁ থেকে শিয়ালদা ট্রেন চলাচল। এই রুটে আপ লাইন বসে গিয়েছে
বলে সূত্রের খবর। তার জেরেই আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মছলন্দপুর
ও সঙ্গতি স্টেশনের মাঝে সমস্যা দেখা দিয়েছে। সকাল ৮ টা ৮ মিনিটের বনগাঁ-শিয়ালদহ লোকাল
চলে যাওয়ার পর থেকে আর কোনও ট্রেন চলছে না ওই রুটে।
কখন ট্রেন
চলাচল স্বাভাবিক হবে, এখনও বলতে পারছেন না স্টেশন কর্তৃপক্ষ। তবে লাইন মেরামতির কাজ
শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে বলে রেলের তরফে সকাল পৌনে ১০টায় জানানো হয়েছে।
ঘটনার জেরে একাধিক ট্রেন আটকে রয়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। রাতভর বৃষ্টির
কারণেই রেললাইনের মাটি ধসে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেল, বনগাঁ থেকে শিয়ালদহ গামী ৮টা ৮ মিনিটের লোকাল ৮টা ৩৫ নাগাদ মসলন্দপুর স্টেশন চলে যাওয়ার পর লাইন বসে যাওয়ার ঘটনা ঘটে। যার জেরে পরবর্তী ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় শিয়ালদহ এবং বিধাননগর রোড স্টেশনের মাঝে কাঁকুড়গাছি কেবিনের কাছে রেললাইনের একাংশ বসে গিয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল।