নিউজ ডেস্ক: আরও শক্তিশালী হওয়ার পথে ভারতীয় বায়ুসেনা। খুব শীঘ্রই বায়ুসেনার ঘরে আসতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজসের নতুন সংস্করণ তেজস মার্ক ১এ(Tejas Mark-1A)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড(HAL)কে ইতিমধ্যে ১০০টি তেজস মার্ক-১এ তৈরির বরাত দিয়ে দিয়েছে বায়ুসেনা।
বহুবার দুর্ঘটনার মধ্যে পড়েছে ছ’দশকের পুরনো রুশ যুদ্ধবিমান মিগ-২১। মৃত্যু হয়েছে জওয়ানদের। ফলে যুদ্ধবিমানগুলিকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার জন্যে দীর্ঘদিন ধরে প্রয়াস চালিয়ে যাচ্ছে বায়ুসেনা। অবশেষে দীর্ঘ পরীক্ষার পর ২০২১ সালের শুরুতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩টি লাইট কম্ব্যাট যুদ্ধবিমান তেজসের নয়া সংস্করণ মার্ক ১এ কেনার বিষয়ে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি।
ছাড়পত্রের পর উৎপাদন শুরু করে হ্যাল(HAL)। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্যানুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে ৩০০-এরও বেশি তেজস মার্ক-১এ যুদ্ধবিমান আসতে চলেছে ভারতীয় বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রনগুলিতে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক-১এ-র নির্মাণ এবং উন্নয়নে অত্যাধুনিক ৪ প্লাস প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যুদ্ধবিমানগুলির ৬৫ শতাংশ যন্ত্রাংশ এবং সরঞ্জাম দেশের সংস্থাগুলিতেই নির্মিত। শত্রুপক্ষের যুদ্ধবিমানগুলিকে নিমেষের মধ্যে খুঁজে বের করে ধুলিসাৎ করার জন্যে এই যুদ্ধবিমানে রয়েছে উন্নতমানের অ্যাকটিভ ইলেক্ট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে(AESA) র্যাডার। সেইসঙ্গে খারাপ আবহাওয়ায় স্পষ্ট দৃশ্যমান্যতার জন্যে এতে রয়েছে বিওয়েন্ড ভিসুয়াল রেঞ্জ মিসাইল(BVR)। এছাড়া এই যুদ্ধবিমানগুলিতে অত্যাধুনিক ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার স্যুট থাকার পাশাপাশি রয়েছে এয়ার-টু-এয়ার(AAR) রিফুয়েলিং অর্থাৎ বাতাসের মধ্যে জ্বালানি বদলানোর ক্ষমতাও।
জানা গিয়েছে, ইতিমধ্যেই এই যুদ্ধবিমানগুলি নির্মাণের কাজ শুরু করে দিয়েছে হ্যাল। পাশাপাশি, ভারতীয় নৌসেনার বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্য(INS Vikramaditya)এ এই যুদ্ধবিমানের সফল উড়ান এবং অবতরণ পরীক্ষা হয়েছে তেজসের। ফলে ভবিষ্যতে নৌসেনাতেও দেখা যেতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমানকে। সম্প্রতি, যুদ্ধবিমানগুলি নিয়ে বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করেন বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী।