নিউজ ডেস্ক:
শুক্রবার সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়।রাজ্যের বেশ কিছু জেলাতেও
সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও কোথাও অবশ্য আকাশের মুখ ভার। যে কোনও সময়ে নামতে
পারে বৃষ্টি।আজ দিনভর আবহাওয়া এমনটাই থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর
সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তরবঙ্গে নিম্নচাপ অক্ষরেখার
প্রভাবে দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গেই জারি হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গের
বেশ কিছু জায়গায় আগামী ৪৮ ঘন্টায় কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি,
কালিম্পং, আলিপুরদুয়ারে আজ সারাদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে
জানানো হয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোচবিহার ও দার্জিলিং জেলায়।
আলিপুরদুয়ার ও কোচবিহারে ফ্ল্যাশ ফ্লাড এবং দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায়
ভূমিধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু নদীর জলস্তর বাড়ার
কারণে বিপদসীমার উপর দিয়ে বইতে পারে নদীগুলি। যে কারণে নীচু এলাকা প্লাবনের আশঙ্কাও
করা হচ্ছে।
বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদহ, উত্তর
ও দক্ষিণ দিনাজপুর জেলায়। যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী
৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান,
বীরভূম ও মুর্শিদাবাদেও। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে। রবিবারের
পর থেকে বৃষ্টি কমতে পারে। তবে সোমবার থেকে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে
আর্দ্রতাজনিত অস্বস্তি ফের বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।