নিউজ ডেস্ক:
হিমাচল প্রদেশের প্রবল বন্যা, ধসের পরে এবার প্রকৃতির রোষানলে দার্জিলিং। পাতাবঙে ধস
নেমে মৃত ১। ধসে চাপা পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হল দার্জিলিংয়ে। মৃতের নাম বাবুলাম রাই (৫৯)। তিনি পাতাবঙের ডান্ডাবাড়ি গ্রামের বাসিন্দা। সমগ্র এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে প্রাণহানির
খবর পেয়েই পাতাবঙে ছুটে যায় উদ্ধারকারী দল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। তবে
দুর্গম এলাকা হওয়ায় কাজ খানিকটা ব্যাহত হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এখনও
অব্যাহত।
আবহাওয়া দপ্তরের
সতর্কবার্তা ছিল, উত্তরবঙ্গের (North Bengal) ৭ জেলায় ভারী বৃষ্টি হবে। পাহাড়ি এলাকার
জন্য জারি ছিল কমলা সতর্কতা। নদীগুলিতে প্রবল জলোচ্ছ্বাস। তার মধ্যে বৃহস্পতিবার রাতভর
বৃষ্টির জেরে পাহাড়ের মাটি আলগা হয়ে ধস নামে দার্জিলিংয়ের পাতাবং এলাকায়। মৃত্যু
(Death) হয়েছে একজনের। তার দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তাঁদের অনুমান, ভোরে ঘুমনোর
সময় আচমকা ধস নামে। বাড়ি ধসে মৃত্যু হয়েছে তাঁর। পাশাপাশি ৫৫ নং জাতীয় সড়কেও ধস নেমেছে
বলে জানা যাচ্ছে।
বিস্তারিত আসছে…