নিউজ ডেস্ক: ফুলের মালা, ফুলের মুকুট, ঢোল নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাল গ্রিসে বসবাসকারী ভারতীয়রা। এথেন্সের মাটিতে ভারতীয়দের সেই উচ্ছ্বাসে মুগ্ধ হয়ে মোদী বললেন, ‘নতুন অধ্যায় নির্মাণের প্রতি আগ্রহী’ তিনি।
দক্ষিণ আফ্রিকার ব্রিকস(BRICS) সম্মেলন সেরে শুক্রবার গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছান মোদী। প্রেসিডেন্ট কিরিয়াকোস মিতসোতাকিসের আমন্ত্রণে তাঁর এই সফর। বলা ভালো, ৪০ বছর পর গ্রিসের মাটিতে পা পড়ল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে তাঁর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর বিষয়টি স্পষ্ট হয়েছে খোদ মোদীর বক্তব্যেই।
জোহানেসবার্গ থেকে রওনা দেওয়ার সময় তিনি বলেন, “দু’দেশের সভ্যতার মধ্যে বহু যুগ ধরে সাদৃশ্যতা রয়েছে। আধুনিক সময়ে একই ধারার গণতন্ত্র, আইনের শাসন এবং মূল্যবোধের মাধ্যমে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। বাণিজ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।” এরপরই তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে এই বহুমুখী সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার জন্যে আমার গ্রিস সফর’।
প্রসঙ্গত, ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসে শেষ গ্রিস সফর করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপরই মোদীর এই সফর। যদিও ১৯৯৮ সালে পোখরানে পারমাণবিক শক্তি পরীক্ষার বিষয়ে ভারতের পাশে দাঁড়িয়েছিল এথেন্স। এমনকি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে(UN Security Council) ভারতের স্থায়ী সদস্য হওয়ার বিষয়েও সহমত পোষণ করে গ্রিস। মোদীর এই সফরে দু’দেশের মধ্যে দীর্ঘদিনের এই সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন গ্রিসে ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন।