নিউজ ডেস্ক: সমাজমাধ্যমে
পোস্ট দিতেই বোর্ডের চক্ষুশূল বিরাট কোহলি। পোস্টে উল্লেখ করেছিলেন ইয়ো ইয়ো পরীক্ষার
পয়েন্টস। আর তাতেই আপত্তি বিসিসিআইয়ের। ইয়ো ইয়ো পরীক্ষার পয়েন্টস এভাবে প্রকাশ্যে উল্লেখ
করা দণ্ডনীয়। ক্রিকেটারদের এমন তথ্য ফাঁস করতে নিষেধাজ্ঞা জারি করে বিরাটকে কড়া ধমক
ভারতীয় ক্রিকেট বোর্ডের।
ইয়ো ইয়ো টেস্ট
সাধারণত ক্রিকেটারদের গতি ও তাঁদের দমের পরীক্ষা নেয়। ২০ মিটার দূরত্বের মধ্যে ক্রিকেটারদের
ছুটতে হয়। এক বার ২০ মিটার গিয়ে আবার ২০ মিটার ফিরে আসতে হয়। দৌড় শেষ করার একটি সর্বাধিক
সময় রয়েছে। অনেকগুলি পর্যায়ে এই টেস্ট হয়। পর্যায় যত বাড়ে তত দৌড় শেষ করার সময় কমে।
ক্রিকেটারেরা যতগুলি পর্যায় শেষ করতে পারেন তার উপর ভিত্তি করে তাঁদের নম্বর দেওয়া
হয়। ভারতীয় দলে সুযোগ পেতে হলে ক্রিকেটারদের অন্তত ১৬.২ পেতেই হয়। সেখানে বিরাট পেয়েছেন
১৭.২।
বেঙ্গালুরুর
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এশিয়া কাপের প্রস্তুতি সারছে ভারতীয় দল। সেখানেই ইয়ো ইয়ো
পরীক্ষা হয় ক্রিকেটারদের। তার পরেই বিরাট ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন এবং লেখেন,
“ইয়ো ইয়ো টেস্ট শেষ করার পরের আনন্দ। ১৭.২ হয়েছে।”বোর্ড মোটেও এটা ভালোভাবে নেয়নি। কোনও গোপন তথ্য সমাজমাধ্যমে পোস্ট করা থেকে
বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের। মৌখিকভাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অনুশীলনের
ছবি পোস্ট করতেই পারে কেউ। কিন্তু কত স্কোর করেছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই ক্রিকেটারদের,
এমনই বক্তব্য বিসিসিআই কর্তাদের।