নিউজ ডেস্ক: জনসম্পর্ক
অভিযানের মাধ্যমে কার্যত লোকসভার প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার বাগুইআটির পর শুক্রবার কলকাতার সুকিয়া স্ট্রিটে জনসম্পর্ক অভিযান করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি
সুকান্ত মজুমদারের নেতৃত্বে। এদিন সকাল থেকে কলকাতায় অঝোরে
বৃষ্টি হয়। বৃষ্টি উপেক্ষা করেই ছাতা
মাথায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা কলকাতার ২৬ ও৩৮ নম্বর ওয়ার্ডে
জনসম্পর্ক অভিযান করেন।
স্থানীয় মানুষদের
পাশাপাশি স্থানীয় বাজারেও পৌঁছে যান বিজেপির রাজ্য
সভাপতি। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।
তাদের সমস্যার কথা শোনেন তিনি। জন
সম্পর্ক অভিযান থেকে কার্যত লোকসভার প্রচার শুরু করল বিজেপির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জনসম্পর্ক অভিযান প্রসঙ্গে বলেন, “লোকসভা
নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপি এবার বাংলা থেকে তৃণমূলের তুলনায় অনেক বেশি
আসন পাবে। তার জ্জন্য কর্মীরা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে”।
প্রসঙ্গত সুকিয়া
স্ট্রিট বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। আগের বেশ কয়েকটি নির্বাচনে
একাধিক বুথে লিড পেয়েছে বিজেপি। তাই নিজেদের শক্ত ঘাঁটিকেই জনসম্পর্ক অভিযানের
শুরুর দিকে বেছে নিয়েছে বিজেপি।