নিউজ ডেস্ক:
বুদাপেস্টে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে এর আগে আর কোনও
ভারতীয় অ্যাথলিট সোনার পদক জয় করেননি। ২০২২ সালে বিশ্ব মিটে দ্বিতীয় ভারতীয় হিসেবে
রুপো জিতেছিলেন নীরজ চোপড়া আর এবারের বিশ্বমিটে সোনার পদক জিতে নিলেন তিনি। ভারতীয়
হিসেবে গর্ব বেড়ে গেল অনেকটাই। বুদাপেস্টের চ্যাম্পিয়নশিপে এবার জ্যাভলিনে সোনা নিয়ে
এলেন নীরজ চোপড়া এবং প্রথম প্রয়াসেই ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে নেন তিনি। প্রথম
চেষ্টাতেই তিনি ৮৮.৭৭ মিটার জ্যাভলিন থ্রো করেন।
ফাইনালে ওঠার
জন্য ৮৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়তে হত আর মাত্র ২৫ বছর বয়সী ভারতীয় হিসেবে প্রথম
চেষ্টাতেই ৮৮.৭৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন। এমনকি শুধু ফাইনাল নয়, প্যারিস অলিম্পিকের
যোগ্যতাও অর্জন করে ফেলেছেন তিনি। অলিম্পিকে সুযোগ পাওয়ার জন্য দরকার ছিল ৮৫.৫০ মিটার
থ্রো আর নীরজের সোনায় মোড়া জ্যাভলিন পেরিয়ে গিয়েছে সেই সীমাও।
চলতি বিশ্ব
মিটে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সরাসরি ফাইনালে প্রবেশ করেছেন
নীরজ। তাঁর সঙ্গে আর এক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ‘এ’ গ্রুপে ছিলেন। তিনি ডি.পি মনু।
‘এ’ গ্রুপের থ্রো শেষ হওয়ার পর তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। কোয়ালিফিকেশন রাউন্ডের
মনুর সেরা থ্রো ৮১.৩১ মিটার। যেহেতু তিনি তালিকার তিন নম্বরে রয়েছেন, তাই ফাইনালের
ছাড়পত্র পাওয়ার দৌড়ে রয়েছেন।