নিউজ ডেস্ক: প্রজ্ঞানের চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার
মুহুর্তটা ঠিক কেমন ছিল? সেই ভিডিয়ো প্রকাশ করল ইসরো। এ যেন পুর্ণিমার আলোয় স্বপ্নের গাড়ির টেস্ট ড্রাইভ। বিক্রমের
পেট থেকে বেরিয়ে এল প্রজ্ঞান। টুইটে ভিডিয়োটি শেয়ার করে ইসরোর পক্ষ থেকে
জানানো হয়, ‘‘ এভাবেই চন্দ্রযান-৩ এর ল্যান্ডার থেকে রোভার বেরিয়ে চাঁদের
মাটিতে নামল।’’ ভিডিয়োটি প্রকাশের আগে আরও একটি টুইট করে
ইসরো জানায়, চাঁদে পৌঁছনোর পর চন্দ্রযান-৩-এর সব ব্যবস্থা
স্বাভাবিক রয়েছে। চাঁদে নামার আগে ল্যান্ডারের ক্যামেরা থেকে এই দৃশ্য লেন্সবন্দী
করা হল”। ঠিক যেন প্যারাগ্লাইডারের হেলমেটে লাগানো অ্যাকাশন ক্যামেরার ছবি।
বৃহস্পতিবার ইসরো টুইট
করে জানায়, ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে
রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে সে হেঁটে-চলে বেড়াচ্ছে। প্রাথম দিকে এক সেন্টিমিটার
প্রতি সেকেন্ড গতিতে চন্দ্রপৃষ্ঠে চলাচল করছে রোভার। এই রোভারের উপর নজর রাখছে চন্দ্রযান-২
এর অর্বিটার। ফলে এই মিশনের জন্য এখন দুটি অর্বিটার রয়েছে ইসরোর হাতে। প্রজ্ঞান রোভারের চাকার মধ্যে এক দিকে ইসরোর লোগো এবং অন্য
দিকে ভারতের অশোকস্তম্ভ খোদাই করা আছে। প্রজ্ঞান এগোলে চাঁদের মাটিতে তার ছাপ
পড়ার কথা। রোভার আগামী ১৪ দিন চাঁদে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে। প্রজ্ঞান থেকে
সেই তথ্য থেকে নিয়ে বিক্রম ইসরোর দপ্তরে পাঠাবে।
Tags: NULL