ফের স্বগৃহে তারা মা। ৪ দিন চন্দ্রচূড় ভৈরব মন্দিরে অধিষ্ঠানের পর বৃহস্পতিবার রাত ১১ টার পর তারাপীঠের গর্ভগৃহে পুনরায় স্থাপন করা হয় মাকে। উল্লেখ্য, মন্দিরের ভিতরে সংস্কার করার উদ্দেশ্যে মাকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিল তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। মূলত মন্দির-গর্ভগৃহে মায়ের বেদী, গর্ভগৃহের দেওয়াল এবং মেঝের সংস্কার করানো হয়েছে কমিটির উদ্যোগে। বসানো হয়েছে মার্বেল। সেই সঙ্গে মন্দিরের ভিতরের সেন্ট্রাল এসি বসানোর জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন,’করোনা মহামারীর কারণে বিগত কয়েক বছর মন্দিরের ভিতরের অংশ সংস্কার করা হয়নি। সামনেই কৌশিকী অমাবস্যা। সেই তিথিতে তারাপীঠে অগণিত পুণ্যার্থীর সমাগম হয়। বর্তমানে রেলের কাজ চলায় তারাপীঠে লোকজনের সংখ্যা কম। সেই সুযোগকে কাজে লাগিয়ে মন্দিরের ভিতরের অংশ সংস্কার করার কাজ চলছিল।’
উল্লেখ্য, এই সংস্কারের জন্যই গত সোমবার থেকে মা তারার মূর্তির অধিষ্ঠান করানো হয়েছিল মন্দিরের পাশেই চন্দ্রচূড় ভৈরব মন্দিরে। এই ৪ দিন সেখানেই চলেছে মায়ের পুজো, ভক্তদের দর্শন। তবে আপাতত গর্ভগৃহের সংস্কার সম্পূর্ণ হওয়ার পর আবার নিজের শতাব্দী প্রাচীন আসনে ফিরে এসেছেন মা তারা।