নিউজ ডেস্ক: চাঁদে পৌঁছে ইতিহাস গড়েছে ভারত। ইতিমধ্যে রোভার প্রজ্ঞান পাঠিয়ে দিয়েছে দক্ষিণ মেরুর প্রথম ছবি। চাঁদে বিক্রমের অবতরণের পরই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি, যেখানে অশোক স্তম্ভ এবং ইসরোর লোগো দেখা যাচ্ছে ধূসর বর্ণের ব্যাকগ্রাউন্ডে। ছবিটি পোস্ট করে দাবি করা হয় চাঁদের মাটিতে নামার পর এই দুটি চিহ্ন খোদাই করেছে রোভার। মুহূর্তের মধ্যে ভাইরাল হতে থাকে ছবিটি। এমন কি বেশ কিছু সংবাদ সংস্থাও বিষয়টি যাচাই না করেই তা পরিবেশন করতে থাকে।
কিন্তু সত্যিই কি রোভার প্রজ্ঞানই চাঁদের বুকে এঁকেছে ওই ছাপ। না, ছবিটি গ্রাফিক্সের কাড়িকুড়িতে করা একটি প্রতীকী পোস্ট মাত্র! ISRO-র অফিসিয়াল সাইটে এরকম কোনও ছবি এখনও পর্যন্ত পোস্ট করা হয়নি। যদিও মিশনের সময় জানানো হয়েছিল চাঁদের মাটিতে নেমে অশোক স্তম্ভের ছাপ ছাড়বে প্রজ্ঞান। তবে এটাও সত্যি, সেরকম কোনও ছবি সত্যি হাতে এলে অফিসিয়াল সাইটেই প্রথম আপলোড করবে ISRO।
এখন প্রশ্ন, ভাইরাল গ্রাফিক্সের কাজের ছবিটি ভাইরাল হলো কোথা থেকে। সূত্রের খবর, লখনউ-নিবাসী কৃশানু গর্গ নামে জনৈক নেটিজেনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ভাইরাল হয়েছিল ছবিটি। কৃশানুর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান,’ ISRO যেরকম চাঁদে প্রজ্ঞানের রেখে আসা প্রতীক সম্পর্কে বলেছে, আমি সেটাই কল্পনা করে গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করেছি। আমি এই ছবিটা চাঁদে পা রাখার কাউন্ট ডাউনের জন্য ব্যবহার করেছিলাম আমার পোস্টে।’