নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারগামী ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের ইঞ্জিনের কাপলিং খুলে বিপত্তি।
ট্রেনের ইঞ্জিনের কাপলিং খুলে বগি থেকে আলাদা হয়ে ছুটতে থাকে
ইঞ্জিন। বগি থেকে আলাদা হয়ে ইঞ্জিন প্রায় ৫০ থেকে ৬০ ফুট
এগিয়ে যায়। শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে ইঞ্জিনের কাপলিং খুলে পর্যটক বোঝাই এই
ট্রেনে এই বিপত্তি ঘটে। শুক্রবার এই ঘটনায় আতংকত হয়ে পড়েন যাত্রীরা। পরে ট্রেনের গার্ড চালকরা কাপলিং
লাগিয়ে দেন। ৯ টা ৪ মিনিটে ফের ট্রেন চলতে শুরু করে।
এদিন দুপুর
দুটো নাগাদ এই ট্রেন আলিপুরদুয়ার জংশনে এসে পৌছায়। এই ভিস্তাডোম ট্রেনে সফর করতে
এসেছিলেন কালনা হাসপাতালের নার্স লাবনি
দাস। ঘটনায় হতবাক তারা। এই ট্রেনেই আবার তাদের শিলিগুড়ি ফেরার কথা। ফলে এই ট্রেন
নিয়ে তাদের মনে আতংক তৈরি হয়েছে বলে জানিয়েছেন লাবনিদেবী। তিনি বলেন,
” আগে মানুষের জীবন।
তার পর ঘোরা ফেরা আনন্দ ফুর্তি। সেই কারনে এই ট্রেনের সেফটি সিকিউরিটির
বিষয়টি রেল প্রশাসনকে দেখা উচিত। ” তবে কাপলিং খুলে ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ার
বিষয়টি যাত্রীরা টের পান নি বলে
জানিয়েছেন। ট্রেন থেকে নেমে তারা বুঝতে পারেন যে কাপলিং খুলে এই ট্রেনে ইঞ্জিন
আলাদা হয়ে গেছে।
এই ট্রেনেই এদিন
উঠেছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালতের প্রাক্তনী রাজর্ষি সরকার। কোচবিহারের রামপুরের বাসিন্দা তিনি। এদিন এই বিপত্তির পরে তিনি
বলেন, ” এই ট্রেনে এমন হবে তা ভাবতেই পারি নি। আশ পাশের
জঙ্গল এলাকায় ট্রেন দাঁড়িয়ে যায়। যে কোন বিপদ হতেই পারত। ফলে রেলকে বিষয়টিতে নজর
দেওয়া উচিত।” বিষয়টি নিয়ে রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম অমরজিত গৌতম
বলেন, ” আমরা এই ঘটনার কারন খতিয়ে
দেখছি। এই ঘটনায় যাত্রীদের কোন অসুবিধে হয় নি।”