নিউজ ডেস্ক :মাত্র দু’সপ্তাহ হল মুক্তি পেয়েছে সানি দেওল ও অমিশা পাটেল অভিনীত ছবি ‘গদর ২’। সারা বিশ্বে ৫০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ‘গদর ২’। মুক্তির আগে থেকেই অগ্রিম টিকিট বুকিংয়ে ভালই ব্যবসা করেছিল এই ছবি। মুক্তির পরে ছবির ব্যবসার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকা। দুই দশকেরও বেশি সময় আগে মুক্তি পাওয়া ছবি ‘গদর: এক প্রেম কথা’। সেই ছবিটির দ্বিতীয় ভাগ ‘গদর ২’-তে ফের একসঙ্গে সানি এবং অমিশার জুটি। প্রথম ছবিটির কথা মনে করাতে বিভিন্ন দৃশ্যের সামঞ্জস্য রাখতে চেষ্টা করেছেন পরিচালক। তাই দর্শকদের আবেগ উস্কে দিতে হ্যান্ড পাম্পের দৃশ্যটি রেখেছিলেন তিনি।
কিন্তু সিক্যুয়েল ছবিতে শুধু আবেগ উস্কে দেওয়াই নয়, নতুন মোড়কে পুরোনো গানও নিয়ে এসেছেন পরিচালক। ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানটি দুই দশক পরেও সমান জনপ্রিয়। আর এই গানটিকে নিয়েই ক্ষোভ উগরে দিলেন গানটির সুরকার উত্তম সিং। প্রথম ছবিতে দুটি গানে সুর দেন তিনি। ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ ও ‘উড় যা কালে কাওয়া’। তিনি বলেন তাঁর অনুমতি না নিয়েই গানটি ব্যবহার করেছেন নির্মাতারা। যদিও ‘গদর ২’-তে গানটির ‘রি-অ্যারেঞ্জ’ করেছেন সুরকার মিথুন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরকার উত্তম সিংহ বলেন, ‘গদর ২’ ছবির জন্য তাঁকে ডাকা হয়নি। ছবিতে তাঁর গান দুটো ব্যবহার করেছেন নির্মাতারা। যদিও গানের নাম শীর্ষকে সুরকার উত্তম সিংয়ের নাম উল্লেখ করা রয়েছে। তবুও নির্মাতাদের তরফে ফোন না পাওয়ায় অসন্তুষ্ট তিনি। ‘রি অ্যারেঞ্জ’ করার সুরকার পাল্টে দিলেও গায়ক পাল্টানো হয়নি। গদর ছবিতে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ। তিনিও মুখ খুলেছেন গান প্রসঙ্গে। তবু বলা যায়, বিতর্ক থাকলেও দর্শক মহলে বিপুল জনপ্রিয় হয়েছে এই ছবি। বৃহস্পতিবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজ বাসভবনে ‘গদর ২’ দেখেছেন।