নিউজ ডেস্ক: ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে ঝড় তুলল আরআরআর, সরদার উধম, গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। প্রত্যাশা ছিল আগেই। অস্কারের মঞ্চে ঝড় তুলেছিল নাটুনাটু। এবার আরো পাঁচটি বিভাগে জাতীয় পুরস্কার ঝুলিতে পুরল আরআরআর। বলিউডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দক্ষিণী ছবিগুলি। শেষপর্যন্ত কোন বিভাগে কে কে পেল সেরা পুরস্কার দেখে নিন এক নজরে।
৬৯তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেশকিছু পুরস্কার গিয়েছে আরআরআর-এর ঝুলিতে। মোট পাঁচটি পুরস্কার পেয়েছে এই ছবি। দক্ষিণী এই ছবির কোমুরাম ভিমোডু গানের জন্য সেরা প্লেব্যাক (মেল) বিভাগে পুরষ্কৃত হয়েছেন কালা ভৈরব। ওই ছবিতে সেরা আবহসঙ্গীতের পরিচালনার জন্য এম এম কীরাবাণী পেয়েছেন সেরা সঙ্গীত পরিচালনার পুরষ্কার। এছাড়াও এই ছবিতে সেরা স্টান্ট কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কিং সোলেমন। নাটু নাটু গানের জন্য ইতোমধ্যেই অস্কার এসেছে ঝুলিতে এবার সেরা কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কারপেলেন প্রেম রক্ষিত। সেরা স্পেশাল এফেক্টের জন্য ভিশ্রীনিভাস মোহন পুরস্কারপেয়েছেন।
তবে শুধু আরআরআর নয়, একাধিক জাতীয় পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। এই ছবির ঝুলিতে রয়েছে মোট চারটি জাতীয় পুরষ্কার। অভিনেত্রী আলিয়া ভাট এই ছবিতে গঙ্গুবাঈয়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারলাভ করেছে। ছবিতে তাঁর লুক নজর কেড়েছিল আগেই। এইবার সেই মেকআপের জন্য পুরষ্কৃত হয়েছেন মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং ডিসুজা। সেরা চিত্রনাট্যের জন্য জাতীয় পুরস্কারপেয়েছেন সঞ্জয় লীলা ভন্সালী ও উৎকর্ষিণী বশিষ্ট। এই ছবির জন্য দু’টি পুরস্কারপেয়েছেন সঞ্জয় লীলা ভন্সালী। চিত্রনাট্য ছাড়াও সেরা সম্পাদকের পুরস্কারপেয়েছেন তিনি।
সরদার উধম ছবিটিও যথেষ্ট প্রশংশিত হয়েছিল সেই সময়। সেরা হিন্দি ছবি হিসেবে পুরস্কারপেয়েছে সরদার উধম। ভিকি কৌশলের পোশাক নজর কেড়েছিল। এইবার সেই কস্টিউমের জন্য পুরস্কারপেলেন কস্টিউম ডিজাইনার বীরা কপুর। সেরা সিনেমাটোগ্রাফির জন্য অভীক মুখোপাধ্যায়, সেরা প্রোডাকশন ডিজাইনের জন্য ডিমিট্রি মালিচ ও মানসী ধ্রুব মেহতা জাতীয় পুরস্কারপেয়েছেন। এছাড়াও এই ছবিতে সেরা অডিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কারপেয়েছেন সিনয় জোসেফ। সবমিলিয়ে মোট পাঁচটি জাতীয় পুরস্কারএসেছে সরদার উধমের ঝুলিতে।
জাতীয় পুরষ্কারের এই অনুষ্ঠানে সেরা ছবির পুরস্কারপেয়েছে বিভিন্ন ভাষার ছবি। এর মধ্যে সেরা মিশিং ছবি— বুম্বা রাইড, সেরা অসমিয়া ছবি— অনুর, সেরা বাংলা ছবি — কালকক্ষ, সেরা হিন্দি ছবি— সর্দার উধম, সেরা কন্নড় ছবি— ৭৭৭ চার্লি, সেরা গুজরাটি ছবি— দ্য চেলো শো, সেরা মৈথিলি ছবি— সমানন্তর, সেরা মারাঠি ছবি— একদা কে জালা, সেরা মালয়লম ছবি— হোম, সেরা তেলুগু ছবি— উপ্পেনা, সেরা তামিল ছবি— কাদাইশি ভিভায়াশি, সেরা ওড়িয়া ছবির — প্রতীক্ষা।
VO 6: ফিচার বিভাগে বিশেষ জুরির পুরস্কার পেয়েছে শেরশাহ। সেরা পরিচালনার জন্য মারাঠি ছবি গোদাবরী পুরষ্কৃত হয়েছে। সেরা নন ফিচার ছবির পুরস্কার পেয়েছে বাংলা ছবি রুক্ষ মাটির দুক্ষু মাঝি। এই বছর দ্য চেলো শো ছবিতে অভিনয় করে সেরা শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারপেয়েছেন ভাবিন রবরি। সেরা অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যানন। অল্লু অর্জুনের মুকুটে উঠেছে সেরা অভিনেতার পালক। দ্য কাশ্মীর ফাইলস্ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কারপেয়েছেন পল্লবী যোশী ও মিমি ছবি জন্য সেরা সহ-অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। সেরা প্লেব্যাক ফিমেল বিভাগে এই নিয়ে পাঁচবার জাতীয় পুরস্কারপেলেন শ্রেয়া ঘোষাল। এই বছরের সবচেয়ে জনপ্রিয় ছবির জাতীয় পুরস্কারআরআরআর এর ঝুলিতে গেলেও সেরা ছবির জাতীয় পুরস্কারপেয়েছে আর মাধবন পরিচালিত ছবি ‘রকেট্রি: দ্য ন্যাম্বি এফেক্ট’।