নিউজ ডেস্ক:
হোম লোন হোক বা কার লোন এখন ব্যাঙ্ক বা গ্রহীতা সবার কাছেই সহজলভ্য। ভালো সিবিল স্কোর,
স্যালারি স্লিপ কিংবা আইটি রিটার্ন জমা দিলেই খুব সহজে পাওয়া যায় লোন। ভারতের যে কোনো
ব্যাঙ্ক সাধারণ মানুষকে লোন নেওয়ার জন্য সহায়তা করে। অন্যদিকে সাধারণ মানুষও কোনও বড়
খরচকে ইএম আই-তে নিতেই পছন্দ করছে। কারণ হাতের নগদ অনেকেই খরচ করতে চাইছেন না। পাশাপাশি
বাড়ির কেনার ক্ষেত্রে যে বিশাল অঙ্ক বিনিয়োগ করতে হয়, তা অনেক মধ্যবিত্তের পক্ষে কার্যত
অসম্ভব। ফলে লোনের চাহিদা হু হু করে বাড়ছে। এবার সেই হোম লোনের ক্ষেত্রে এক বিরাট
অফার ঘোষণা করল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ইউনিয়ন ব্যাঙ্ক
অফ ইন্ডিয়ার নয়া অফারে কোনও হোম লোন গ্রহীতা কমপক্ষে ১০ হাজার টাকা বাঁচাতে পারেন।
এই অফারের থাকছে কার লোন গ্রহীতাদের জন্যও। কার লোন গ্রাহকেরাও কয়েক হাজার টাকা বাঁচাতে
পারেন। এক্ষেত্রে টু-হুইলার লোনেও ছাড় পাওয়া যাবে। আসলে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
লোন গ্রাহকদের জন্য প্রসেসিং ফি পুরোপুরি মুকুব করেছে। তবে যে ব্যক্তিদের ক্রেডিট স্কোর
৭০০ বা তার বেশি থাকবে তাঁরাই এই সুবিধা পাবেন বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।
ইউনিয়ন ব্যাঙ্ক
অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে হোম লোনে প্রসেসিং চার্জ রয়েছে লোনের পরিমাণের ০.৫০ শতাংশ।
এটি সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সঙ্গে GST চার্জ যুক্ত হবে আলাদা। ইউনিয়ন
ব্যাঙ্ক মারফত জানা গিয়েছে যে ১৬ অগাস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই অফারটি।