নিউজ ডেস্ক: জল্পনা ছিল। নির্বাচনের ফল বদলের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ পর শর্তসাপেক্ষ জামিন পান তিনি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার নির্বাচন শেষ হওয়ার পর সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে ফলাফল বদলে দেওয়ার নির্দেশ দেন তিনি। এই ঘটনার পর জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অনুগামীরা। গত সপ্তাহে এই মামলার শুনানিতে হোয়াইট হাউসের প্রাক্তন কর্মী এবং ট্রাম্পের আইনজীবী সহ মোট ১৯ জনকে অভিযুক্ত ঘোষণা করে আটলান্টার জর্জিয়ার আদালত।
এই রায়ের পর আদালতে আত্মসমর্পন করেন ট্রাম্প। সেই সময় গ্রেফতার করা হয় তাঁকে। নিয়ে যাওয়া হয় আটলান্টার ফুলটন কাউন্টি জেলে। সেখানে সমস্ত সরকারি কাজকর্ম শেষে ২ লক্ষ ডলারের বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে।
প্রসঙ্গত, নির্বাচনের কারচুপির অভিযোগে এর আগেও ট্রাম্পকে অভিযুক্ত ঘোষণা করে ওয়াশিংটন আদালত। দেশকে প্রতারণা, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়া, স্বাধিকার ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও ট্রাম্পের দাবি, তিনি নির্দোষ।
এছাড়াও নিজের বাসভবন থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। সূত্রে খবর, শীঘ্রই সেই সমস্ত মামলায় তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হবে। এদিকে, বুধবার রিপাবলিকানদের প্রেসিডেনশিয়াল ডিবেট থেকে সরে দাঁড়িয়েছেন ট্রাম্প।