নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে অনলাইন বেটিং রুখতে নয়া পদক্ষেপ কেন্দ্রের। অনালিন বেটিং বা জুয়া সংস্থার কোনও বিজ্ঞাপনের অনুমতি দেওয়া যাবে না। দেশের সমস্ত সংবাদমাধ্যম, ওয়েবসাইট ডিজিটাল মিডিয়া এবং ওটিটি প্লাটফর্মকে এমনই সতর্কতা জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারক মন্ত্রক।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সমস্ত ব্যাটিং প্লাটফর্মগুলির লাভের একটা বিরাট অংশ ঘুরপথে চলে যাচ্ছে বিদেশে। পাচার হয়ে যাচ্ছে বিশাল অংকের কালো টাকা। গুরুতর এই সমস্যার সমাধানে অনলাইন মাধ্যমগুলির উপর নজরদারি বাড়ানো হয়েছে। আর সেকারণে নয়া এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, বেটিং ওয়েবসাইটগুলি ভুয়ো সংবাদমাধ্যমের ওয়েবসাইট তৈরি করে দেদার বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু এই বেটিং অ্যাপ বা এই খবরের ওয়েবসাইট, কোনওটিই কেন্দ্রের খাতায় নথিভুক্ত নয়। আর তাতেই দেদার দুর্নীতি চলছে। বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বড় খেলাগুলির ক্ষেত্রে বেটিং অ্যাপগুলির দুর্নীতির পরিমাণ বেড়ে যায়। তাই এবার সেই বিষয়টির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এই নির্দেশিকার পর অনলাইন বেটিং প্লাটফর্মের বিজ্ঞাপন কোথাও প্রকাশিত হলে, সেটার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়া হবে।