নিউজ ডেস্ক: ফের বাবা হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। টুইটার হ্যান্ডেল থেকে নিজেই জানালেন এই খুশির খবর দেশবাসীকে। গত বছরই এক পুত্র সন্তানের বাবা হয়েছিলেন তিনি। ১ বছরের মধ্যেই ফের যুবরাজ- হ্যাজেল কিচের ঘরে জন্ম নিল এক শিশু কন্যা। পোস্টের পঙক্তিতে পঙক্তিতে তৃপ্তি ধরা পড়েছে ২০১১-এর বিশ্বকাপজয়ী সদস্যের।
টুইটে যুবরাজ লেখেন,’ আমরা আমাদের ছোট্ট রাজকন্যা অরাকে স্বাগত জানাই। পরিবারে এসে আমাদের পরিবারকে সম্পূর্ণ করার কারণে নিদ্রাহীন রাতগুলি অনেক বেশি আনন্দময় হয়ে উঠেছে।’ পোস্টে স্ত্রীর উদ্দেশ্যে হার্ট ইমোজিও ব্যবহার করেন তিনি। যদিও কন্যার জন্ম ঠিক কবে হয়েছে তা নিয়ে পোস্টে পরিষ্কার লেখেন নি কিছু যুবরাজ। পোস্টে যে ছবি দেখা যাচ্ছে সেখানে স্ত্রী হ্যাজেল এবং দুই সন্তানের সঙ্গেই দেখা যাচ্ছে যুবিকে। হ্যাজেলের কোলে দুধের বোতল ফিডিং করতে দেখা যাচ্ছে পুত্রসন্তানকে। আর যুবরাজের কোলে রয়েছে সদ্যজাত কন্যা। এমনকি তার মুখেও রয়েছে একটি ফিডিং বোতল।
উল্লেখ্য, ২০১৬ সালে মডেলার হ্যাজেলের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন প্রাক্তন ক্রিকেটার। তাঁদের সম্পর্ক নিয়েও একটা সময় মুখে মুখে তৈরি হয়েছিল গসিপ। জানা গিয়েছিল, হ্যাজেলের উপর মুগ্ধ যুবরাজ ফেসবুকে পাঠিয়েছিলেন ফ্রেন্ড রিকোয়েস্ট। আর সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হ্যাজেল সময় নিয়েছিলেন প্রায় ৩ মাস। এরপরও এই মডেলকে মানাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল প্রাক্তন তারকার। যদিও এই মুহূর্তে সেলিব্রিটিদের মধ্যে অন্যতম সুখী জুটির তকমা রয়েছে যুবরাজ-হ্যাজেলের সম্পর্কে।