নিউজ ডেস্ক: সপ্তাহান্তে মর্মান্তিক দুর্ঘটনা তামিলনাড়ুতে! পুড়ে গেল পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের একটি কামরা। মর্মান্তিক এই ঘটনায় অন্তত ন’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বহু। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে।
রেল সূত্রের খবর, উত্তরপ্রদেশের লখনউ থেকে রামেশ্বর যাচ্ছিল আইআরসিটিসি(IRCTC)র বিশেষ ট্রেন ভারত গৌরব এক্সপ্রেস। শনিবার ভোর রাতে মাদুরাই স্টেশনে মুল ট্রেন থেকে আলাদা হয়ে যায় ট্রেনের একটি কামরা। স্টেশনের এক কিলোমিটার আগে কারশেডের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৫টা ১৫ মিনিটে ভয়াবহ আগুন লেগে যায় ওই কামরায়।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। সকাল ৭টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে ওই আগুন। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে কমপক্ষে ৯ জন মারা যায়। প্রাণের বাঁচতে পালানোর সময় গুরুতর আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় রেল হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত এই কামরাটি ট্রেনের প্রাইভেট পার্টি কোচ ছিল। আইআরসিটিসি-র অনলাইন পোর্টাল থেকে যে কেউ এই কোচ বুক করতে পারে। তবে এই কোচ ব্যবহারে কিছু শর্ত রয়েছে। যার মধ্যে অন্যতম হল কোনও দাহ্য উপাদান বহন করা যাবে না।
তবে সূত্রের খবর, চলন্ত ট্রেনের ভিতরেই কোনও যাত্রী বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করে। আর তাতেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এদিকে, মৃতদের পরিবারকে ১০ লক্ষ করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে দক্ষিণী রেলওয়ে।