নিউজ ডেস্ক: এবার থেকে প্রতিবছর ২৩ অগাস্ট
পালিত হবে জাতীয় মহাকাশ দিবস। আজ বেঙ্গালুরুর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড
কম্যান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্স থেকে এমনই ঘোষণা করেন প্রধানমন্ত্রী
মোদী। চন্দ্রযান ৩-এর সফল অবতরণকে উদযাপন করতেই এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী।
২৩ অগাস্ট। ভারতের চাঁদের দক্ষিণ
গোলার্ধ ছোঁয়ার দিন। এবার থেকে এই দিন পালিত হবে জাতীয় মহাকাশ দিবস হিসেবে। ISRO য় দাঁড়িয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা ও
গ্রিস সফর শেষে দেশের মাটি ছুঁয়েই ‘জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান‘ স্লোগান তুললেন তিনি। তারপর কালো গাড়িতে জনগণের উদ্দেশে হাত নাড়তে নাড়তে
এগিয়ে গেলেন ইসরোর অফিসের দিকে। রাস্তার দুদিকে তখন অগণিত মানুষের ভিড়।
গত ২৩ অগাস্ট সন্ধ্যা পৌনে ছ‘টা নাগাদ চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু করেছিল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার
বিক্রম। চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো লাগে ভারতের মহাকাশযানের। ২৩ অগস্ট ভারতীয় সময়, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে বিক্রম।
চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে বিক্রম। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ
মেরুতে পা রাখল কোনও দেশ।
মোদী এদিন বলেন, তৃতীয় বিশ্বের দেশ ভারত আজ প্রথম সারিতে। এই যাত্রায় বড়
ভূমিকা পালন করেছে ইসরো। ইসরো মেক ইন ইন্ডিয়াকে চাঁদে পৌঁছে দিয়েছে। সেই কথা মাথায়
রেখে ২৩ অগাস্ট চন্দ্রাভিযানের সাফল্যের দিনটি এখন থেকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা
প্রধানমন্ত্রীর।