নিউজ ডেস্ক: আর কিছুদিন পরেই শুরু হবে ওডিআই বিশ্বকাপ আর সেই বিশ্বকাপকে
ঘিরেই উত্তেজনা চরমে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা ঝড়। শুক্রবার ফের একবার সেই উন্মাদনার ঝলক দেখা গেল। শুক্রবারেই শুরু হয় আসন্ন
ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে এই টিকিট বিক্রি শুরু করে আইসিসির টিকিট
পার্টনার বুকমাইশো। এতটাই ভিড় এসে পড়ে
অনলাইন মাধ্যমে যে মুহূর্তে ভেঙে পড়ে টিকিটিং পার্টনারের সমস্ত মাধ্যম। কাজ করা
বন্ধ করে দেয় তাদের ওয়েবসাইট। এমনকি তাদের অ্যাপের যে মাধ্যম সেটিও বসে যায়।
যেসব ম্যাচ ভারতে খেলা হবে না সেই ম্যাচগুলির টিকিটই
অনলাইনে ছাড়া হয়। আর তাতেই ভেঙে পড়ে টিকিটিং পার্টনার বুকমাইশো-এর ওয়েবসাইট এবং অ্যাপ।
৩০-৪০ মিনিট যাবৎ কাজ করেনি এই ওয়েবসাইট এবং অ্যাপ। ভারতীয় সময় অনুসারে রাত্য ৮টা পর্যন্ত
বন্ধ ছিল টিকিট বুকিং। ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বিস্তর অভিযোগের পাহাড় জমে যায়।
টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম দিনেই এই অবস্থায় জেরবার টিকিটিং পার্টনার এবং খোদ আইসিসি।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ।
প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং
রানার্স আপ নিউজিল্যান্ড। ১৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান এই দুই দল। ৩১
আগস্ট থেকেই শুরু হচ্ছে ভারতীয় দলের ম্যাচ টিকিট বিক্রি। প্রথম দফায় চেন্নাই, দিল্লি এবং পুনেতে ভারতের যে ম্যাচ হবে তার টিকিট বিক্রি
করা হবে ৩১ আগস্ট। ব্লকবাস্টার ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হবে ৩
সেপ্টেম্বর থেকে।