নিউজ ডেস্ক: ২৬ টি বিরোধী দলের INDIA জোট আগামী লোকসভায় মোদীর নেতৃত্বাধীন NDA জোটকে টেক্কা দেওয়ার লক্ষ্য নিয়ে নামলেও এ পর্যন্ত ঘোষণা করতে পারেনি জোটের মুখ। ইতিমধ্যে NDA জোট পরিষ্কার করে দিয়েছে আগামী লোকসভা নির্বাচনেও মোদীই থাকছেন প্রধান। এদিকে কংগ্রেসের পৌরোহিত্যে INDIA জোট গঠিত হলেও কংগ্রেস খোদ ধন্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। জোটের শুরুর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীকেই ফেভারিট জানিয়েছিলেন। কিন্তু বাধ সেধেছিলেন নীতীশ। এখনও নাকি INDIA জোটের নাম না-পসন্দ বিহারের মুখ্যমন্ত্রীর, আর জোটের মুখ নিয়ে তো তিনি একেবারে স্পিকটি নট।
এবার মুম্বই বৈঠকের আগে বিরোধী জোটের প্রধান নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রমোদ তিওয়ারি। তিনি জানান, যে দলের কাছে সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ হবে, সেই দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন। তবে ভোটের আগে বিরোধী শিবিরের প্রচারের মুখ কে হবেন, তা নিয়ে উত্তর দিতে পারেননি তিনি। তবে এর আগে মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছিলেন, ১১ জনের একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হবে। এই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, জোটের মুখ কিংবা প্রধানমন্ত্রী পদপ্রার্থী কাকে করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোক কি জোটের মুখ, সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাবিভক্ত খোদ কংগ্রেসই। কংগ্রেসের একাংশের মতে, আগের বারের মতো রাহুল গান্ধীকেই করা হোক প্রচারের মুখ। তবে অন্য অংশ অবশ্য প্রজেক্ট করতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। সূত্রের খবর, ২০২৪ লোকসভায় বেনারস থেকে মোদীর বিপক্ষে দাঁড়াতে পারেন প্রিয়াঙ্কা। তাই আগামী ভোটে বেনারসের দিকে নজর থাকবে গোটা দেশের। এই পরিপ্রেক্ষিতে সরাসরি মোদীর বিরুদ্ধেই জোটের মুখ হিসেবে অনেকে চাইছেন তাঁকে। তবে শেষ অবধি জোটের মাথারা কতজন একটি নির্দিষ্ট সিদ্ধান্তে একমত হতে পারেন, সেটাই দেখার!